শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

Rupali Bank

ফোন রিসিভ করে ‘হ্যালো’ বলা যাবে না


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২২ ০৬:১৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৫:১০

ছবি সংগৃহীত

আমরা কারো ফোন রিসিভ করেই ‘হ্যালো’ বলে সম্বোধন করি। কিন্তু এখন থেকে ফোন রিসিভ করে কাউকে হ্যালো বলা যাবে না। এ বিষয়ে ভারতের মহারাষ্ট্র সরকার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকায় বলা হয়- ‘হ্যালো’ শব্দটি পাশ্চাত্য সংস্কৃতিকে অনুকরণ করে বলা হয়। ‘হ্যালো’-কে ‘নির্দিষ্ট কোনো অর্থ ছাড়া একটি অভিবাদন’ হিসেবে আখ্যা করা হয়েছে। এই অভিবাদনে কোনো আবেগ সঞ্চার হয় না।

নির্দেশিকায় আরও বলা হয়, ‘এখন থেকে ফোন ধরলে আর ‘হ্যালো’ বলা যাবে না। এর বদলে বলতে হবে ‘বন্দো মাতরম’। সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। জনগণের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে।’

প্রসঙ্গত, শপথ গ্রহণের পরই মহারাষ্ট্র সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ার ফোনে ‘বন্দে মাতরম’বলার বিষয়টি উত্থাপন করেছিলেন।

তার সেই প্রস্তাব বাস্তবায়িত হওয়ায় মন্ত্রী বলেন, ‘বন্দে মাতরম শব্দটি প্রতিটি ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ অনুভুতি। আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। তাই আমি চাই, সরকারি কর্মকর্তারা ফোন ধরে এখন থেকে হ্যালোর পরিবর্তে বন্দে মাতরম বলবেন।’


সম্পর্কিত বিষয়:

ফোন রিসিভ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top