বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ


প্রকাশিত:
১১ মে ২০২২ ০০:০৮

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৭:৫৯

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমস হকির বাছাই প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতাও অর্জন করেছে লাল-সবুজ জাসির্ধারীরা।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হয়। খেলার প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয় কোয়ার্টারে ৩ মিনিটে পিসি থেকে আশরাফুল গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন।

বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ গোলে হারায় ইন্দোনেশিয়াকে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ৫-২ গোলে হারায় সিঙ্গাপুরকে। বাংলাদেশ এই দলের বিপক্ষেই পেলো সহজ জয়। এতে করে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেছে আশরাফুল-ইমনরা।

৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে শ্রীলঙ্কা পর পর ৫টা পিসি পেয়েও গোল করতে ব্যর্থ হয়।

কোয়ার্টার শেষ হওয়ার ১ মিনিট আগে গোল করে লড়াইয়ে ফেরে লঙ্কানরা। চতুর্থ কোয়ার্টারে ৮ মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

শ্রীলঙ্কা এশিয়ান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top