শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


মুমিনুলের টানা দ্বিতীয় ফিফটি, পাঁচশ’র পথে বাংলাদেশের লিড


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫ ১২:২০

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ০৯:১৬

ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষেই ৩৬৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। আজ (শনিবার) চতুর্থ খেলতে নেমে সেটি পৌঁছে গেছে পাঁচশ’র (৪৯১) কাছে। টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির আশা দেখাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হক (৭৯)। আরেক প্রান্তে শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ৪৪ রানে ব্যাট করছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। তখনই তারা ৩৬৭ রানের লিড নিয়ে ফেলে। সাদমান ইসলাম ৬৯ এবং মুমিনুল ১৯ রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন। দিনের চতুর্থ ওভারেই অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাদমান। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি ১১৯ বলে ৭ চারের সাহায্যে ৭৮ রানে থামলেন। সিলেট টেস্টেও একইভাবে আশা জাগিয়ে আউট হয়েছিলেন ৮২ রানে।

প্রথম ইনিংসের (৮) মতো এবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানের ব্যবধানে সাদমানের পর তিনিও ফিরলেন মাত্র ১ রান করে। সিলেট টেস্টের এই সেঞ্চুরিয়ান মিরপুরে চলমান দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারলেন না। জর্ডান নিল বলটি শর্ট লেংথে ফেলেছিলেন, বাউন্সে ওঠা বলের লাইন বুঝতে ভুল করেছেন শান্ত। যা তার ব্যাটের ওপরের দিকে লেগে গালি অঞ্চলে থাকা অ্যান্ডি বালবার্নির হাতে ধরা পড়ে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১০৬ রানের জুটি গড়েছেন মুমিনুল-মুশফিক। ম্যাকব্রাইন-নিল দ্রুততম সময়ে দুই উইকেট তুলে নিলেও, বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা পরে আর কোনো সুযোগ দেননি। দারুণ বোঝাপড়ায় উভয়েই বাংলাদেশের রানটাকে ক্রমাগত বাড়িয়ে নিচ্ছেন। মুমিনুল ৭৯ এবং মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top