বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৩শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


‘রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবির নির্বাচন’


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫ ১৯:৩৯

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ০৪:১৭

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগেরদিনও আজ (রোববার) প্রার্থিতা প্রত্যাহার করেছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তিনি জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ঢাকা বিভাগের পরিচালক পদে মনোনয়ন নিয়েছিলেন।

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন রেদুয়ান। পুরো বিষয়কে তিনি অভিহিত করেছেন এভাবে, ‘সুকৌশলে এমন কাজ করছে, যা রাতের ভোটকেও (নির্বাচন) হার মানিয়েছে।’

রেদুয়ান ছাড়াও ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থিতা করছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। তিনি সরে দাঁড়ানোয় কার্যত পরিচালক পদের দুটি কোটায় নির্বাচিত হয়েছেন বুলবুল-ফাহিম। আগামীকালের (সোমবার) নির্বাচনে অবশ্য তিনজনেরই নাম থাকবে। কেবল রেদুয়ানই নন, নির্ধারিত সময়ের পর মনোনয়ন প্রত্যাহার করায় চারজনের নামই নির্বাচনের ব্যালটে থাকছে। আজ নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রেদুয়ান।

আওয়ামী লীগের আমলে কথিত ‘রাতের ভোট’কেও এবারের বিসিবি নির্বাচন হারিয়ে দিয়েছে বলে দাবি তার, ‘এরা সুকৌশলে এমন কাজ করছে, যা ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে। রাতের ভোটে তো ওরা ব্যালট বাক্স ভরছে, সেটা আলাদা বিষয়। ফলে ক্রিকেটের স্বার্থে আমার শেষ কথা– এই অবস্থার পরিবর্তন চাই। এসব যেন আর না থাকে, আমরা এমন পরিস্থিতি চাই না। এই নির্বাচন বাতিল করে পুনরায় একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। সেখানে যে-ই নির্বাচিত হবে, তাকেই স্যালুট জানাব।’

বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে প্রতিনিধি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এখানকার ক্রিকেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা না থাকারও অভিযোগ রেদুয়ানের, ‘আমিনুল ইসলাম বুলবুল সাহেব। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রার্থী হওয়া উনার উচিত হয়নি। তিনি কখনোই ঢাকা বিভাগের কোনো জেলারই সদস্য ছিলেন না। এখানকার কোনো ক্রিকেট নিয়েও কাজ করেননি। আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনারা যদি দেখাইতে পারেন অতীতে প্রেসিডেন্ট হওয়ার আগে কোনো জেলার একটা ক্রিকেট নিয়ে উনি একদিন ঢাকা বিভাগে মতবিনিময় করেছেন, যা বলবেন তাই মেনে নেব।’

নির্বাচন কমিশনারের সঙ্গেও দেখা করতে চেয়ে ব্যর্থ হওয়ার কথা জানালেন জামালপুরের এই ক্রীড়া সংগঠক, ‘আমি বহুবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছি। কিন্তু তারা দেখা করেনি। আমি দরখাস্ত দিতে চেয়েছিলাম, ই-ব্যালট এবং পোস্টাল ব্যালট শুধু তাদেরকেই দেবেন যারা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন। যারা সুস্থ, ঘুরে-ফিরে খাচ্ছেন ও কাউন্সিলর হয়েছেন, যারা হোটেলে বসে আমোদ-ফূর্তি করছেন, তারা কেন ই-ব্যালটে ভোট দেবেন?’

প্রসঙ্গত, আগামীকাল (৬ অক্টোবর) বিসিবির বহুল আলোচিত পরিচালনা পর্ষদ নির্বাচন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১ অক্টোবর। সেদিন তামিম ইকবালসহ নির্বাচনের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ওই তালিকায় ছিলেন ১৫ জন, এরপর একে একে আরও চারজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top