বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৩শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


আইএলটি২০

সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন সাকিব-তাসকিনরা


প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫ ১১:২৩

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ০৪:১৭

ফাইল ছবি

বুধবার (১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) নিলাম। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। শুরুতে অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে দল পেয়েছেন দুজন।

সাকিবকে নিয়েছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। তাকে ৪০ হাজার মার্কিন ডলারে (প্রায় ৪৮ লাখ টাকা) দলে ভিড়িয়েছে দলটি। অন্যদিকে সাকিবের দ্বিগুণ- ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৯৬ লাখ টাকা) তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স।

আইএলটি২০-তে এবারই প্রথমবারের মতো দল পেয়েছেন সাকিব ও তাসকিন। বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও সাকিবের আইএলটি২০-তে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন তিনি। অন্যদিকে তাসকিন গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেন। বিসিবি অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার।

এমিরেটস স্কোয়াডে সাকিবের সঙ্গে আছেন দারুণ কিছু খেলোয়াড়। তাদের মধ্যে জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, উসমান খান, ফজলহক ফারুকি, আল্লাহ গজনফর, রোমারিও শেফার্ড, মোহাম্মদ ওয়াসিম উল্লেখযোগ্য। এই টুর্নামেন্টে সাধারণত অন্য লিগে সুযোগ না পাওয়া ক্রিকেটার ও ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে আসা ক্রিকেটাররাই খেলেন। সে বিবেচনায় বলা যায় বেশ শক্তিশালী দল পেয়েছেন সাকিব।

অন্যদিকে তাসকিনের দল শারজার স্কোয়াডে আছেন টিম ডেভিড, সিকান্দার রাজা, আদিল রশিদ, জনসন চার্লস, সৌরভ নেত্রভালকার, জেইডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াস, টিম সাউদি, দিনেশ কার্তিক, রিচার্ড এনাগারাভারা। একাদশে জায়গা পেতে বেশ লড়াই করতে হবে তাসকিনকে। সাউদি, সিলসদের নিয়ে বেশ শক্তিশালী পেস বোলিং আক্রমণ গড়েছে দলটি!। তবে তার দলও শক্তির দিক থেকে এগিয়েই আছে।

এমআই এমিরেটস স্কোয়াড

মোহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন-উল-হক, আন্দ্রে ফ্লেচার, নোস্থুশ কেনজিগে, মোহাম্মদ শফিক, জায়ন উল আবেদিন, উসমান খান, আকিম অগাস্ট, আরব গুল, তজিন্দর ঢিল্লন, জাহুর খান, সাকিব আল হাসান, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।

শারজা ওয়ারিয়র্স স্কোয়াড

জুনায়েদ সিদ্দিক, জেমস রিউ, নাথান সাউটার, ডোয়াইন প্রিটোরিয়াস, জেইডেন সিলস, হরমিত সিং, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আসলাম, রইস আহমদ, রিচার্ড এনগারাভা, ইথান ডিসুজা, তাসকিন আহমেদ, শুভম রঞ্জন, আবদুল সালাম খান, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, টম কোলার-ক্যাডমোর, সৌরভ নেত্রাভালকার, সিকান্দার রাজা, টিম ডেভিড, টম অ্যাবেল ও আদিল রশিদ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top