ফারহানের ফিফটিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫২
আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ০৪:১৭

এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। যেখানে টস হেরে আগে ব্যাট করছে পাকিস্তান।
ফাইনালের চাপ সামলে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। বিশেষ করে ফারহান দারুণ ব্যাটিং করেছেন। ভারতের সঙ্গে সর্বশেষ দেখায়ও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। আজও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন।
নতুন বলে জাসপ্রিত বুমরাহ কিংবা মাঝের ওভারে কুলদিপ যাদবের মতো চায়নাম্যান, সবাইকেই স্বাছন্দ্যে খেলেছেন ফারহান। বড় ম্যাচে এসে ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। ৩৫ বলে মাইলফলক ছুঁয়েছেন তিনি। সবমিলিয়ে ৩৮ বলে ৫৭ রান এসেছে তার ব্যাট থেকে।
ফারহান ফিরলে ভাঙে ৮৪ রানের উদ্বোধনী জুটি। তিন নম্বরে নামা সাইম আইয়ুবের সঙ্গে আবার জুটি গড়ার চেষ্টা করছেন ফখর।
১২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০৭ রান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: