বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয়


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ১০:৫৭

আপডেট:
১০ জুলাই ২০২৫ ১০:৪৪

ছবি সংগৃহীত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার যুব দলকে নিয়ে চলতি মাসে এই সিরিজ মাঠে গড়াবে। মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল লড়বে ফাইনালে। আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে তিনজাতি এই টুর্নামেন্ট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ দল পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে।

প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যার মাধ্যমে ১৬ দিনব্যাপী এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে। ২০২৬ যুব বিশ্বকাপ সামনে রেখে তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে এই সিরিজ।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২৫ জুলাই জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা সানরাইজ স্পোর্টস ক্লাব
২৬ জুলাই দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ সানরাইজ স্পোর্টস ক্লাব
২৮ জুলাই জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
২৯ জুলাই জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৩১ জুলাই বাংলাদেশ—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
১ আগস্ট জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৪ আগস্ট জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৮ আগস্ট জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
১০ আগস্ট ফাইনাল হারারে স্পোর্টস ক্লাব

প্রসঙ্গত, ২০২৬ সালে ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৬ দলের এই প্রতিযোগিতায় স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়া ২০২৪ আসরে পূর্ণ সদস্য হিসেবে খেলা ১০টি দল জায়গা পেয়েছে। তারা হচ্ছে– অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৫টি দেশ আসবে মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top