মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ ১৪৩১


ভিনিকে ১০ সেকেন্ডে নকআউটের হুমকি!


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫ ১৬:২৯

আপডেট:
২১ জানুয়ারী ২০২৫ ১৫:৩৬

ছবি সংগৃহিত

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে মাত্র ১০ সেকেন্ডে নক আউট করে দেওয়ার হুমকি দিয়েছেন রিয়াল মায়োর্কার ডিফেন্ডার। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের নাম পাবলো মাফেও।

তবে ফুটবল মাঠ থেকে নয়। লড়াইটা বক্সিং রিংয়ের হলে। স্প্যানিশ এই ডিফেন্ডার জানিয়েছেন, যদি রিংয়ে দেখা হয়, ভিনিকে মাঠ ছাড়া করতে মাত্র ১০ সেকেন্ড লাগবে তার।

এক পডকাস্টে সাবেক ম্যানসিটি ডিফেন্ডার বলেন, ‘এটা একটা কাল্পনিক চিন্তা। আমার মতে, যদি এমনটা হয়, দর্শক প্রিয়তার দিক থেকে এটা ইতিহাস সেরা হবে। কোন সন্দেহ নেই, এতে আমিই জিতব। আমি তাকে ১০ সেকেন্ডে রিং ছাড়া করবো।’

আগামী ১০ জানুয়ারি রিয়াল মায়োর্কার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লাল কার্ড নিষেধাজ্ঞা কাটিয়ে ওই ম্যাচে খেলার সম্ভাবনা আছে ভিনির। তার আগে এমন হুমকি দিলেন পাবলো মাফেও।

অবশ্য ভিনিকে নিয়ে এমন মন্তব্যের কারণও আছে। দু’জনের মধ্যে ‘পূর্ব শত্রুতা’ রয়েছে। ২০২১-২২ মৌসুমে ভিনিকে ট্যাকল করে লাল কার্ড দেখেন মাফেও। এরপর থেকে দু’জনের সম্পর্ক বেশ গরল।

যদিও মায়োর্কা ডিফেন্ডার দাবি করেছে, পুরনো সেই দ্বন্দ্ব ভুলে গেছেন দু’জন। গত আগস্টে পাবলো বলেন, ‘আমি ভিনির কাছে যাই এবং বলি ওসব ভুলে যাও। এসব বয়ে বেড়াবার কোন মানে নেই।’ উত্তরে ভিনি, ‘ঠিক ঠিক’ বলেছিলেন বলেও দাবি করেন পাবলো মাফেও।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top