শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


কবে দেশে ফিরবেন সাকিব, খেলবেন সুপার লিগে?


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪ ১০:৫৪

আপডেট:
৪ মে ২০২৪ ১৯:০০

ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য যদিও এখনও দল ঘোষণা করেনি বিসিবি। তবে তার আগে আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ রাউন্ড। আর শুরুর দিনই মাঠে নামবে সাকিব আল হাসানের দল শেখ জামাল ধানমন্ডি, যদিও তিনি বর্তমানে দেশে নেই।

সে কারণে সুপার লিগের প্রথম ম্যাচেও নিজেদের এই তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নুরুল হাসান সোহানের দল। পরিবারের সঙ্গে এখনও আমেরিকায় অবস্থান করছেন সাকিব। তবে তিনি কবে দেশে ফিরবেন, সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। গুঞ্জন রয়েছে ২৪ এপ্রিল দেশে ফিরতে পারেন সাকিব। অবশ্য স্পষ্ট করে সেটিও নিশ্চিত করে জানাতে পারেননি শেখ জামালের কোচ সোহেল ইসলাম।

তবে সুপার লিগে সাকিবকে পাওয়ার আশা শেখ জামালের প্রধান এই কোচের। সোহেল জানান, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হচ্ছে সাকিবের, চেষ্টা করছে সে খেলার। সে হিসেবে আগামী ২৫ এপ্রিল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সাকিবকে পেতে আশাবাদী।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার আগে গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। সবমিলিয়ে ৩৫ ক্রিকেটার এই ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন। ৩৯ ক্রিকেটারের নাম থাকলেও যোগ দেননি সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ। তবে পরেও ফিটনেস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এসব ক্রিকেটারের।

বিশ্বকাপের পর চোখের সমস্যার কারণে কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন সাকিব। এরপর অবশ্য বিপিএলে খেলেছেন প্রায় নিয়মিত। পরবর্তীতে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। তবে অনেকটা আচমকা সিরিজের শেষ টেস্টের দলে সাকিব যোগ দেন। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরে যায়। সবমিলিয়ে বিশ্বকাপের পর আর রঙিন পোশাকে খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার, ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তিনি ফের সীমিত ওভারের ফরম্যাটে ফিরতে পারেন!



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top