বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


মেসির আরেক বার্সা সঙ্গী আসছেন মিয়ামিতে


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪ ১১:৪৬

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ১৬:২৭

ফাইল ছবি

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি যোগ দেয়ার পর বদলে গেছে ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন অধিনায়কের পথ ধরে তার সতীর্থরা যেভাবে যোগ দিতে শুরু করেছেন, তাতে মিয়ামিকে ‘মিনি বার্সেলোনা’ হিসেবে আখ্যা দিচ্ছে। মেসি যাওয়ার পর ইতোমধ্যে সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ যোগ দিয়েছেন মায়ামিতে। নতুন মৌসুমকে সামনে রেখে আরও এক সাবেক বার্সা তারকাকে দলে পেতে তোড়জোর শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ইউরোপের গণমাধ্যমের তথ্য অনুসারে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো আসছে ইন্টার মিয়ামিতে। জানা যায় কাতার স্টারস লিগে (কিউএসএল) আল দুহাইলের হয়ে কেবল ছয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ৩১ বর্ষী এই ব্রাজিলিয়ান। সর্বমোট ৪১৯ মিনিট খেলে গোল করেছেন ২টি। এছাড়া এএফসি কাপে ৩ ম্যাচ খেলে করেছেন ২টি গোল, আর সহায়তা করেছেন একটি। তবে গ্রুপপর্ব থেকেই ছিটকে যায় দুহাইল।

ফলে তার এমণ পারফরমেন্সে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি কৌতিনহোকে স্কোয়াডে রাখতে চান না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভবিষৎ গন্তব্য হিসেবে আলোচনায় আছে ইন্টার মিয়ামি অথবা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তবে মিয়ামিতে সাবেক বার্সা সতীর্থ মেসি-সুয়ারেজরা থাকায় যাওয়ার সম্ভাবনা বেশি কৌতিনহোর।

কিছু দিন আগে মিয়ামি ছেড়ে পোর্টল্যান্ড টিম্বার্সে নাম লিখিয়েছেন কানাডিয়ান ফুটবলার কামাল মিলার। মিলার চলে যাওয়ায় একজন বিদেশি ফুটবলারের জায়গা খালি হয়েছে। সেখানেই হয়তো দেখা যেতে পারে কৌতিনহোকে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top