বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


‘ভারত সফরে ইংল্যান্ডের জেতা কঠিন’


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪ ১১:৫৮

আপডেট:
৯ মে ২০২৪ ০২:৫০

ফাইল ছবি

চলতি মাসে ভারত সফর করবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের সঙ্গে পাঁচটি সাদা পোশাকের ম্যাচ খেলবে ইংলিশরা। আসন্ন সিরিজে সফরকারী দলে অভিজ্ঞতা এবং ভালো মানের স্পিনারের অভাব দেখছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার। ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৫ জানুয়ারি।

আসন্ন সফরকে সামনে রেখে আবুধাবিতে ১১ দিনের ক্যাম্প করছে ইংল্যান্ড। যেটা ভারতের মাটিতে সিরিজে তাদের জন্য খুব বেশ লাভবান হবে না বলে মনে করছেন বুচার। সব মিলিয়ে লম্বা দৈর্ঘ্যের সিরিজটিতে বিপদে পড়বে ইংল্যান্ড, এমনটাই বিশ্বাস বুচারের।

এক সাক্ষাৎকারে বুচার বলেন, ‘সত্য বলতে কি আমি যদি এখন খেলতাম তাহলে বেশ ভয় পেতাম। এই দলের ক্রিকেটাররা গত জুলাই মাস থেকে কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সেপ্টেম্বরে কাউন্টি শেষ হয়েছে। সেখানেও কাউকে খুব বেশি খেলতে দেখা যায়নি। তারপর তিন মাস হয়ে গেছে। এখনও সেভাবে কোনো টেস্ট খেলা হলো না।’

‘এমতাবস্থায় হঠাৎ করে যদি কোনো প্রতিযোগিতায় আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয় এবং ক্রিজে দাঁড়িয়ে গার্ড নিই হাতলে বেশ ভয়ই পাওয়ার কথা। অ্যাশেজের আগে ওরা কোনো রকম প্রস্তুতি নিতে পারেনি। তাই দেখেছি কিভাবে ২-০ তে পিছিয়ে পড়েছিল।’

‘যদিও তারপর ঘুরে দাঁড়িয়েছে। তাই বলে ভারত সফরে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। এই ইংল্যান্ড দলে অভিজ্ঞতার অভাব আছে। তাছাড়া ভালো মানের তেমন কোনো স্পিনারও নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওরা সিরিজে ফিরে এসেছিল বটে। কিন্তু ভারতে সেটা পারবে না। কারণ ভারতকে তাদের ঘরের মাঠে হারানো অনেক কঠিন হবে।’


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট দল ইংল্যান্ড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top