রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


জয়ের পরেই দক্ষিণ আফ্রিকা দলে দুঃসংবাদ


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩ ১২:১৭

আপডেট:
৫ মে ২০২৪ ২৩:৩৩

ছবি-সংগৃহীত

ইনজুরির কারণে প্রথম টেস্টে ব্যাট করা হয়নি টেম্বা বাভুমার। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলার মাঝেই উঠে যেতে হয়েছিল তাকে। এরপর আর মাঠে নামা হয়নি। তবে নিয়মিত অধিনায়ক না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি প্রোটিয়াদের। সেঞ্চুরিয়নে মাত্র তিন দিনের মাথায় ভারতকে তারা হারিয়েছে এক ইনিংস এবং ৩২ রানের ব্যবধানে।

এই জয়ের পরেই তারা উঠে এসেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্থানে। তবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের আগে প্রোটিয়া শিবিরে ঠিকই এলো দুঃসংবাদ। টেম্বা বাভুমা এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। যার কারণে তিনি ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকেও। আর তাতে নিজের শেষ টেস্টে অধিনায়কত্বের সুযোগ পাচ্ছেন ডিন এলগার।

কেপটাউন টেস্টে বাভুমার অনুপস্থিতির কথা জানিয়েছেন কোচ শুকরি কনরাড নিজেই। জানিয়েছেন, টেম্বার ইস্যুতে কোনোপ্রকার ঝুঁকি নিতে রাজি নন তিনি, ‘টেম্বার শরীর ভাল নেই। প্রত্যেকটা উইকেট পড়ার পরেই ও ব্যাট করার জন্য তৈরি ছিল। কিন্তু আমরা ঝুঁকি না নিয়ে ওকে নজরে রেখেছি। যখনই আমরা পরীক্ষা শেষ করেছি, বুঝতে পারছিলাম, তাকে কেবল নামিয়ে দেয়াই যথেষ্ট ছিল। কিন্তু টেম্বাকে নামিয়ে ঝুঁকি নেয়ার অর্থ ছিল না। তাতে ওর চোট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারত। আগামী দু’সপ্তাহে ওর চোটের পরীক্ষা হবে। তবে কেপটাউনে যে ও খেলবে না এটা এক রকম নিশ্চিত।’

বাভুমার পরবর্তী মিশন এসএটুয়েন্টি টুর্নামেন্টে। সেখানে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলবেন তিনি। আর দলের সঙ্গে প্রতিশ্রুতির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবে না বাভুমাকে। এদিকে তার বদলি হিসেবে কেপটাউন টেস্টে দলে এসেছেন জুবাইর হামজা। এখন পর্যন্ত ৬ টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার।

এদিকে বাভুমার ইনজুরির কারণে নিজের শেষ টেস্টে অধিনায়ক হতে যাচ্ছেন ডিন এলগার। শুকরি কনরাড আসার পরেই নিজের অধিনায়কত্ব হারিয়েছিলেন এই ব্যাটার। তবে ভাগ্যের ফেরে শেষ ম্যাচে ঠিকই অধিনায়ক হচ্ছেন আবার।


সম্পর্কিত বিষয়:

ভারত আইসিসি টেস্ট আফ্রিকা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top