বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


চমক রেখে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের দল ঘোষণা


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৪

আপডেট:
১ মে ২০২৪ ২১:২৫

ফাইল ছবি

পাকিস্তান দল এখন ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। অজিদের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। আসন্ন এই সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন।

আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ১৪ জানুয়ারি হ্যামিল্টনে। ১৭ জানুয়ারি তৃতীয় ম্যাচের ভেন্যু ডানেডিন। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ক্রাইস্টচার্সে আগামি ১৯ ও ২১ জানুয়ারি। নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশ সিরিজ নিয়ে ব্যস্ত। এরপরই তারা পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতিখার আহমেদ, আজম খান, আমির জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, উসামা মীর, হারিস রউফ ও জামান খান।


সম্পর্কিত বিষয়:

পাকিস্তান অস্ট্রেলিয়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top