মহানবী (সা.) যে নারী সাহাবির কাছে খাবার চেয়ে খেয়েছিলেন
প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৫:৪২
আপডেট:
১৫ জুলাই ২০২৫ ২১:০২

ইতিহাসে তিনি উম্মু হানী নামে প্রসিদ্ধ। তার আসল নাম ফাখতা, মতান্তরে হিন্দ। তিনি রাসুল (সা.) এর চাচা আবু তালিব ও চাচী ফাতিমা বিনতে আসাদের মেয়ে। হুরায়রা ইবনে আমর ইবনে আয়িয আল মাখযুমীর সঙ্গে তার বিয়ে হয়েছিল।
তার ঘর থেকে মিরাজের সফর...
রাসুল (সা.) এর ইসরা বা মিরাজের সফর তার ঘর থেকেই শুরু হয়েছিল। তিনি বলেন—
রাসুল (সা.) এর ইসরা (মক্কা থেকে বায়তুল মাকদাসের রাত্রিকালীন ভ্রমণ) আমার ঘর থেকেই হয়েছিল। সে রাতে তিনি এশার নামাজ আদায় করে আমার ঘরে ঘুমান। আমরাও ঘুমিয়ে পড়ি। ফজরের আগে তিনি আমাদের ঘুম থেকে জাগান। নামাজের পর তিনি আমাকে মেরাজের ঘটনা শুনালেন। সব শুনে আমি তাকে বললাম, আপনি একথা আর কাউকে বলবেন না। তারা আপনার এ কথা বিশ্বাস করবে না। উল্টো আপনাকে কষ্ট দেবে। কিন্তু রাসুল (সা.) আমার কথা শুনলেন না। তিনি আমার বাড়ি থেকে বের হয়ে সবাইকে মিরাজের ঘটনা শুনালেন।
মক্কা বিজয়ের দিন...
মক্কা বিজয়ের দিন উম্মে হানী (রা.) এর ঘরে আশ্রয় নিয়েছিলেন হারিস ইবনে হিশাম। আলী (রা.) তা জানতে পেরে তাকে হত্যা করতে গেলেন। কিন্তু উম্মে হানী (রা.) তাকে বাধা দিয়ে বলেন আমি তাকে আশ্রয় দিয়েছি তুমি তাকে হত্যা করতে পারবে না। এরপরও আলী (রা.) তাকে হত্যা করতে চাইলেন। তখন উম্মে হানী আলী (রা.) এর দুই হাত এমনভাবে শক্ত করে ধরলেন যে, তিনি আর সামনে এগোতে পারলেন না। তা দেখে রাসুল (সা.) বললেন, আলী একজন নারী তোমাকে পরাভূত করেছে। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসুল! সে আামাকে এমনভবে ধরেছিল যে আমি মাটি থেকে আমার পা উঠাতেই পারলাম না। তা শুনে রাসুল (সা.) হেসে দিলেন।
রাসুল (সা.) এর মেহমানদারী...
মক্কা বিজয়ের সময়কালে একদিন রাসুল (সা.) উম্মু হানীর বাড়িতে গেলেন, তিনি রাসুল (রা.)-কে শরবত পান করতে দিলেন। রাসুল (সা.) কিছু পান করে বাকিটা উম্মে হানীর দিকে এগিয়ে দিলেন। উম্মে হানী সেদিন নফল রোজা রেখেছিলেন কিন্তু তিনি রোজা ভেঙে সেই শরবত পান করলেন এবং বললেন, রাসুল সা.-এর মুখে লেগে থাকা শরবত পানের সুযোগ ছেড়ে দিতে পারি না।
রাসুল (সা.) এর চেহারার বর্ণনা...
উম্মে হানী (রা.) রাসুল (সা.) সম্পর্কে বলেছেন —
রাসুল (সা.) এর দাঁতের চেয়ে সুন্দর দাঁত আর কারো দেখিনি। রাসুল (সা.) এর পেট দেখে ভাঁজ করা কাগজের কথা মনে হতো। মক্কা বিজয়ের দিন রাসুল (সা.) এর মাথার কেশ চারটি গুচ্ছে ভাগ করা দেখেছি।
হাদিস বর্ণনা...
উম্মে হানী (রা.) রাসুল (সা.) এর ৪৬টি হাদিস বর্ণনা করেছেন। তার মৃত্যু সন সঠিকভাবে জানা যায় না, তবে তিনি আলী (রা.) এর মৃত্যুর পরও জীবিত ছিলেন বলে বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়।
উম্মে হানীর কাছে খাবার চেয়ে খেয়েছিলেন রাসুল (সা.)...
রাসুল (সা.) তার কাছে খাবার চেয়ে খেয়েছেন। একদিন তিনি তাকে বলেন, তোমার কাছে কোন খাবার আছে?
তিনি বললেন, কিছু শুকনো রুটির টুকরো ছাড়া আর কিছু নেই। আমি সেগুলো আপনার সামনে দিতে লজ্জা পাচ্ছি। রাসুল (সা.) বললেন, সেগুলোই নিয়ে এসো।
উম্মে হানী রাসুল (সা.) এর সামনে সেই খাবার পরিবেশ করলেন। রাসুল (সা.) সেগুলো টুকরো টুকরো করে সঙ্গে লবণ ও পানি মেশালেন। এরপর বললেন, কোনো তরকারি আছে? উম্মে হানী বললেন, সিরকা ছাড়া আর কিছু নেই। রাসুল (সা.) তা দিতে বললেন। এরপর তিনি রুটির টুকরোর সঙ্গে সিরকা মিশিয়ে খেলেন, আল্লাহ তায়ালার প্রশংসা করলেন এবং বললেন, সিরকা অতি উত্তম তরকারি। হে উম্মু হানী! যে ঘরে সিরকা থাকে, সে ঘর অভাবী হয় না।
(আসহাবে রাসুলের জীবনকথা, খন্ড ৬, পৃষ্ঠা, ৯৮)
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: