বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


ধানমন্ডির সাবেক ওসি ইকরামের ৫ কোটি টাকার সম্পদ ক্রোক


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৮:৪১

আপডেট:
১৬ জুলাই ২০২৫ ০১:১৯

ছবি সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় ধানমন্ডি মডেল থানার সাবেক ওসি মো. ইকরাম আলী মিয়া ও তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তার নামে থাকা ঢাকার হাজারীবাগ, গুলশান, বাড্ডা, কেরানীগঞ্জ ও গোপালগঞ্জের একাধিক ফ্ল্যাট, জমিসহ বাড়ি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ক্রোক আদেশ হওয়া এসব সম্পদের প্রদর্শিত মূল্য ধরা হয়েছে পাঁচ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন তাদের এসব সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইকরাম আলী মিয়া ও তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে।

অভিযোগের সুষ্ঠু যাচাই/অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তার নিজের এবং তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব স্থাবর সম্পদ ক্রোক (Attachment) করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদ ক্রোক করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top