রোনালদো নাকি ট্রাম্প, কে বেশি বিখ্যাত?
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫ ১৬:১১
আপডেট:
৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৭
বিশ্ব ফুটবলে সবসময় নিজেকে সেরা বলে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে রেখেছেন পেছনে। এবার বিশ্বের পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনাতেও নিজেকে এগিয়ে রাখলেন সিআরসেভেন।
সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে নানা বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারের একটি অংশে ৪০ বছর বয়সী উইঙ্গার দৃঢ়কণ্ঠে জানালেন, তার চেয়ে বেশি বিখ্যাত আর কেউ নয়। এক আলাপে নিজের ব্যক্তিগত জীবন ও খ্যাতির সঙ্গে তার সম্পর্কের কথাও জানালেন তিনি।
কানাডায় জি-৭ সম্মেলনে ট্রাম্পকে রোনালদোর সই করা একটি পর্তুগাল জাতীয় দলের জার্সি দেওয়া হয়। সেই কথা মনে করিয়ে মর্গ্যান বলেন, রোনালদো ও ট্রাম্প সম্ভবত পৃথিবীর দুই বিখ্যাত ব্যক্তি।
ওই মন্তব্যে দ্বিমত পোষণ করেন রোনালদো। মুখে এক চিলতে হাসি নিয়ে বলেন, ‘কে বেশি বিখ্যাত, আমি নাকি ডোনাল্ড ট্রাম্প, এই বিষয় নিয়ে তর্ক অন্যদের জন্য তোলা থাক?’ তবে মর্গ্যান তার কাছে মতামত জানতে চাইলে নির্দ্বিধায় বললেন, ‘আমি’। তার ব্যাখ্যা, ‘আমি মনে করি বিশ্বজুড়ে, এমনকি ছোট্ট দ্বীপেও তারা তার চেয়ে আমাকে বেশি চেনে। বিশ্বে আমার চেয়ে বেশি বিখ্যাত আর কেউ নেই।’
রোনালদোর জনপ্রিয়তা লক্ষ করা যায় সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার দেখে। ইনস্টাগ্রামে ৬৫ কোটির চেয়ে বেশি ফলোয়ার। এমনকি ইউটিউব চ্যানেল খোলার পর রেকর্ড সময়ে লাখ লাখ সাবস্ক্রাইবার যোগ দিয়েছেন।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: