মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


ইউসিএলে রিয়াল-লিভারপুল দ্বৈরথ

ঘরের ছেলে ফিরলেন প্রতিপক্ষের হয়ে, অ্যানফিল্ডে মিশ্র প্রতিক্রিয়া


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫ ১৫:২৯

আপডেট:
৪ নভেম্বর ২০২৫ ২০:৪৮

ফাইল ছবি

২০ বছরেরও বেশি সময় লিভারপুলের হয়ে খেলেছেন ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। সমর্থকদের দুয়ো শুনে তিক্ততায় সেই অধ্যায় শেষ করে গায়ে জড়িয়েছেন রিয়াল মাদ্রিদের জার্সি। প্রতিপক্ষের হয়েই এবার এই ঘরের ছেলে ফিরছেন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ (মঙ্গলবার) রাত ২টায় মুখোমুখি হবে রিয়াল-লিভারপুল। পুরোনো ঠিকানায় ফিরে ট্রেন্ট মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন।

লিভারপুলে পা রেখে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোচ জাবি আলোনসো, ট্রেন্ট, ডিফেন্ডার ডি হুইজসেন ও রিয়ালের ডিরেক্টর এমিলিও বুত্রাগুয়েনো ক্লাবটির প্রয়াত তারকা দিয়েগো জোতাকে স্মরণ করেছেন। পুষ্পস্তবক তো ছিলই, ট্রেন্ট একটি চিঠিও লিখেছেন নিজের সাবেক ক্লাব সতীর্থের উদ্দেশ্যে। আবেগঘন সেই বার্তায় লিখেছেন, ‘দিয়েগো, তোমাকে মিস করলেও সবাই অনেক ভালোবাসে। তুমি ও আন্দ্রের (জোতার ভাই) স্মৃতি চিরস্মরণীয়, যখনই তোমার কথা মনে হয় ও পুরোনো স্মৃতি মনে পড়ে সুখ-অনুভূতি হয়।’

লিভারপুলে নিজের শেষটা ঠিক সুখকর ছিল আলেক্সান্ডার-আরনল্ডের। অলরেড দর্শকরা এবার তাকে কীভাবে গ্রহণ করে তা এখনও অজানা। সেই মুহূর্তের অপেক্ষায় রিয়াল কোচ আলোনসো। তিনি নিজেও এক সময় লিভারপুলের হয়ে খেলেছেন। আলোনসো বলেন, ‘এখানে তার (ট্রেন্ট) অভ্যর্থনা নিয়ে আমাদের কথা হয়নি, তবে আমরা নিজের দল ও এই ক্লাব নিয়ে আলোচনা করেছি। তার নিজস্ব অনুভূতি আছে, নিজের মতো করেই সে সময়টা উপভোগ করুক। এখানে আমার চেয়ে তার ইতিহাস ভিন্ন, কারণ লিভারপুলেই তার জন্ম ও বেড়ে ওঠা। আমার মনে আছে একাডেমি থেকে উঠে এসে তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়। এখানে তার প্রত্যাবর্তনটাও উপভোগ্য হোক।’

আগের ম্যাচে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেননি ২৭ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার। লিভারপুলের বিপক্ষে রিয়ালের একাদশে তাকে দেখা যাবে কি না সেই নিশ্চয়তা না দিলেও, সম্ভাবনার কথা জানিয়েছেন আলোনসো। ট্রেন্টের জন্য লিভারপুল ক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা প্রস্তুত করার কথা জানিয়েছেন কোচ আর্নে স্লট, ‘আমি কেবল বলতে আমাদের পক্ষ থেকে তাকে কীভাবে গ্রহণ করা হবে। ফুটবলার ও সাধারণ ব্যক্তি হিসেবে যার সঙ্গে আমারও দারুণ স্মৃতি আছে। গত মৌসুমে সে আমার সহ-অধিনায়ক ছিল এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও ইতিবাচক মানসিকতার কথা জানি।’

তবে দর্শকরা লিভারপুলের সাবেক এই তারকাকে প্রতিপক্ষের জার্সিতে কীভাবে নেবে সেই নিশ্চয়তা দিতে পারেননি স্লট, ‘লিভারপুলের জার্সিতে তার সঙ্গে কাটানো ভালো মুহূর্ত মনে আছে। আমার পক্ষ থেকে তার জন্য উষ্ণ অভ্যর্থনা থাকবে। দেখা যাক সে ম্যাচ খেলে কি না। দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেখায় কোনো ধারণা নেই, কিন্তু আমাদের পক্ষ থেকে তার প্রতি আচরণ কেমন হবে তা নিশ্চিত।’

প্রসঙ্গত, স্লটের অধীনে প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী লিভারপুল এবার ব্যাকফুটে আছে। টানা চার হারের পর সর্বশেষ খেলা তার জিতেছে, ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইপিএলে তাদের অবস্থান তৃতীয়। চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০এ আছে স্লটের দলটি। অন্যদিকে, ৩ ম্যাচের সবকটিতে জিতে রিয়াল মাদ্রিদ পাঁচে অবস্থান করছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top