মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


বগুড়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

আপডেট:
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০০

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকচাপায় মা ও তার শিশু সন্তান নিহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ী সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বথুয়াবাড়ী গ্রামের মো. পলানের স্ত্রী রেবেকা খাতুন (২৬) এবং তার শিশুপুত্র হুজাইফা (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রেবেকা খাতুন তার ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অটোভ্যানটি ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ী সেতুর সংযোগ সড়কে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মা ও শিশুপুত্র সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই সময় ধুনটমুখী দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানের চালকও আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার গাড়িটি সড়কের ওপর রেখে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top