শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২০শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno

শীতে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরায়, চার্জ ধরে রাখার উপায়


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬ ১১:১৩

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ১৬:২৬

ছবি : সংগৃহীত

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্মার্টফোন ব্যবহারকারীরা একটি সাধারণ সমস্যায় ভুগছেন—আর তা হলো ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। দেখা যায়, পর্যাপ্ত চার্জ থাকার পরেও ঠান্ডার কারণে ব্যাটারির কার্যক্ষমতা কমে যাচ্ছে এবং ফোন দ্রুত ডিসচার্জ হচ্ছে। ফলে বারবার ফোন চার্জ দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়ছেন অনেকে। তবে কিছু কৌশলী পদক্ষেপ নিলেই এই শীতেও আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব।

শীতকালীন এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকের প্রতিবেদনে থাকছে কিছু কার্যকর পরামর্শ:

১. ফোনটি শরীরের কাছাকাছি বা পকেটে রাখুন অতিরিক্ত ঠান্ডায় ফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি তার শক্তি ধরে রাখতে পারে না। তাই ফোনটি বাইরে না রেখে প্যান্টের পকেটে বা কোটের ভেতরের পকেটে রাখুন। এতে আপনার শরীরের স্বাভাবিক তাপে ফোনের তাপমাত্রা বজায় থাকবে এবং ব্যাটারি দ্রুত শেষ হবে না। তবে মনে রাখবেন, ফোন কখনোই হিটারের খুব কাছাকাছি রাখবেন না, কারণ অতিরিক্ত তাপ ব্যাটারির দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে।

২. অটো ব্রাইটনেস ফিচার ব্যবহার করুন শীতের দিনে বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় স্ক্রিনের ব্রাইটনেস বারবার অ্যাডজাস্ট করা বিরক্তিকর হতে পারে। তাই ফোনের ‘অটো ব্রাইটনেস’ ফিচারটি অন রাখুন। এটি পারিপার্শ্বিক আলো অনুযায়ী স্ক্রিনের আলো নিয়ন্ত্রণ করবে, যা ব্যাটারির খরচ অনেকটা কমিয়ে দেবে।

৩. অপ্রয়োজনীয় অ্যাপ ও ব্যাকগ্রাউন্ড আপডেট বন্ধ রাখুন স্মার্টফোনে এমন অনেক অ্যাপ থাকে যা আমরা ব্যবহার করি না, কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ব্যাটারি খরচ করে। নিয়মিত আপনার ফোনের মাল্টিটাস্কিং উইন্ডো থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করুন। এছাড়া অ্যাপের 'অটো আপডেট' বা 'ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ' বন্ধ রাখলে ব্যাটারি সাশ্রয় হবে।

৪. ব্যাটারি সেভার মোড কাজে লাগান চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিলে ফোনে থাকা ‘ব্যাটারি সেভার’ বা ‘লো পাওয়ার মোড’ অপশনটি চালু করুন। এই মোডটি ফোনের প্রসেসরের গতি কিছুটা কমিয়ে এবং ব্যাকগ্রাউন্ড ডাটা সীমিত করে ব্যাটারিকে দীর্ঘক্ষণ সচল রাখতে সাহায্য করে।

৫. ব্লুটুথ, ওয়াই-ফাই ও লোকেশন বন্ধ রাখুন প্রয়োজন না হলে ব্লুটুথ, ওয়াই-ফাই কিংবা জিপিএস (লোকেশন) বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ। এই সংযোগগুলো অন থাকলে ফোন অনবরত সিগন্যাল খুঁজতে থাকে, যা ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথেই এই ফিচারগুলো বন্ধ করার অভ্যাস করুন।

শীতের এই সময়ে সামান্য একটু সচেতনতাই আপনার প্রিয় স্মার্টফোনটিকে সচল রাখতে এবং ব্যাটারির আয়ু বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top