শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২০শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


নেপালে অল্পের জন্য বেঁচে গেলেন বিমানের ৫৫ আরোহী


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬ ১৩:০৮

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ২২:০১

ছবি : সংগৃহীত

নেপালে ফের দুর্ঘটনার কবলে পড়ল বিমান। শনিবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। তাতে মোট ৫৫ জন আরোহী ছিলেন। ঘটনার পর বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থা।

নেপালের বুদ্ধ এয়ারের একটি ছোট আকারের বিমান শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে যাচ্ছিল। ভদ্রপুরে পৌঁছোনোর পর অবতরণের চেষ্টা করে বিমানটি।

কিন্তু আচমকা প্রবল ঝাঁকুনি খায়। বিমানটি ছিটকে রানওয়ে থেকে বেরিয়ে যায়। অন্তত ২০০ মিটার দূরে ওই বিমান ছিটকে গিয়েছিল। পাশে ছিল নদী। নদীর একেবারে ধারে গিয়ে বিমানটি থেমেছে।

বুদ্ধ এয়ারের ৯এন-এএমএফ বিমানে যাত্রীর সংখ্যা ছিল ৫১। বাকি চার জন ছিলেন বিমানকর্মী। প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। তবে ২০০ মিটার দূরে ছিটকে যাওয়ায় বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

যাত্রী ও বিমানকর্মীদের সবাইকে উদ্ধার করা হয়েছে। কী কারণে এই পরিস্থিতি তৈরি হল, কেন বিমানের চাকা রানওয়ে ছোঁয়ার পরেও তা ছিটকে গেল নদীর ধারে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ক্ষেত্রে কুয়াশার প্রভাব থাকতে পারে বলে অনেকে মনে করছেন।

বিমান দুর্ঘটনার কারণে কুখ্যাত হয়ে উঠেছে নেপাল। ২০২৪ সালের জুলাই মাসে শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডু থেকে ওড়ার পর ভেঙে পড়ে।

বিমানে থাকা ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছিল তাতে। ২০২৩ সালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখরায় অবতরণের সময় ভেঙে পড়ে। যাত্রী এবং বিমানকর্মী-সহ মোট ৭২ জনের মৃত্যু হয়েছিল তাতে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top