মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক স্টেনোগ্রাফারের ৭ বছরের জেল


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ১৭:০১

আপডেট:
২৯ জুলাই ২০২৫ ০০:০২

ছবি ‍সংগৃহিত

ঘুসের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক স্টেনোগ্রাফার এ কে এম শহীদুজ্জামানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শহীদুজ্জামান সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের মো. সোহরাব উদ্দিনের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানাধীন দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনুদান হিসেবে তিন লাখ টাকা পাওয়ার জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান আবেদন করেন। আবেদনটি নিয়ে তিনি স্টেনোগ্রাফার শহীদুজ্জামানের অফিসে যান। ২০১৭ সালের ৩০ জুলাই শহীদুজ্জামান আবেদনটি গ্রহণ করেন। পরে প্রধান শিক্ষকের কাছে অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে ঘুস দাবি করেন। ওই সময় এ শিক্ষক স্কুলের উন্নয়নের কথা বিবেচনা করে তাকে ১০ হাজার টাকা অগ্রিম দেন।

পরবর্তীতে অভিযুক্ত শহীদুজ্জামান প্রধান শিক্ষককে স্কুলের নামে আরও দুই লাখ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে। সেক্ষেত্রে তাকে আরও ৫০ হাজার টাকা দিতে হবে বলে জানান। এ বিষয়ে প্রধান শিক্ষক যোগাযোগ করলেও শহীদুজ্জামান তাকে ঘুরাতে থাকে এবং বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। বিষয়টি অনৈতিক বিবেচনা করে পরবর্তীতে এ শিক্ষক দুদকের অভিযোগ দেন।

অভিযোগের পর শহীদুজ্জামানকে ঘুসসহ হাতেনাতে ধরার চেষ্টা করেন। ২০১৮ সালের ১২ জুন প্রধান শিক্ষক মেহেদী হাসান শহীদুজ্জামানের কক্ষে প্রবেশ করে ও ৫০ হাজার টাকা ঘুস দিতে চান। তবে, ওই সময় শহীদুজ্জামান তার কাছে এক লাখ টাকা ঘুস দাবি করেন। পরে টাকা জোগাড় করে শহীদুজ্জামানকে ঘুসের এক লাখ টাকা দেন ওই শিক্ষক। টাকাটি নিয়ে শহীদুজ্জামান তার প্যান্টের বাম পকেটে রাখেন। এরপর শহীদুজ্জামানের রুমে প্রবেশ করে দুদক কর্মকর্তারা তার কাছে থেকে ঘুসের টাকা জব্দ করেন।

এ ঘটনায় ওই দিন দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. মহতাব উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা করেন। একই বছরের ২৮ নভেম্বর শহীদ্জ্জামানকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দেওয়া হয়। একই আদালতে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর চার্জ গঠন করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top