প্রতারক চক্রের বিষয়ে সাবধান করলো রাজউক
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৪
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৭

প্রতারক চক্রের বিষয়ে সাবধান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন এ বিষয়ে একটি নোটিশ দিয়েছে।
সেই নোটিশে বলা হয়, একদল প্রতারক চক্র রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন বিভিন্ন এলাকায় রাজউকের কর্মকর্তা, কর্মচারীদের নামে সৃজনকৃত ভুয়া ভিজিটিং কার্ড ও আইডি কার্ড ব্যবহার করে ভবন মালিকদের হয়রানি করে যাচ্ছে।
প্রতারক চক্রের হয়রানি, প্রতারণার স্বীকার হয়ে নগরবাসী রাজউকের কর্মকর্তা, কর্মচারীর নামে বিভিন্ন মাধ্যমে অভিযোগ ও বিরূপ মন্তব্য করে যাচ্ছে। প্রতারক চক্রের এরূপ কর্মকাণ্ডে রাজউকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।
এই অবস্থায় রাজউকের সব কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্ব পালনকালে বাধ্যতামূলকভাবে আইডি কার্ড দৃশ্যমান রাখার এবং ওয়েবসাইটে কর্মচারী সম্পর্কিত তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হলো। একইসঙ্গে সন্দেহভাজন কাউকে দেখলে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পরিচালকের (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি প্রতারক চক্র সম্পর্কে রাজউকের সকল কর্মকর্তা, কর্মচারী, নগরবাসী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: