সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, থাকবে ৪ স্তরের নিরাপত্তা


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬

আপডেট:
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৮

ফাইল ছবি

আগামীকাল মহান বিজয় দিবস। দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এদিন শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধাসহ লাখ লাখ মানুষ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু ঢাকা পোস্টকে প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া বাহারী ফুলের গাছ ও টব দিয়ে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-সবুজে গাছের পাতা ও ফুলের আভায় সাজানো হয়েছে। শহীদ বেদী ও গণকবরগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। স্মৃতিসৌধের লেক সংস্কার আলোকসজ্জাসহ সকল কাজ সম্পূর্ণ করেছে গণপূর্ত বিভাগ।

সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু ঢাকা পোস্টকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ করা হয়েছে। আলোকসজ্জা, লেক সংস্কার, শহীদ বেদী শ্রদ্ধা জানানোর জন্য সম্পূর্ণ করা হয়েছে। আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ ও মুক্তিযোদ্ধাসহ লাখ মানুষ শ্রদ্ধা জানাবেন জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের।

এদিকে মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণতার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাপুলিশের পাশাপাশি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ১৩ ডিসেম্বর থেকে সাদা পোশাক ও পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। চার স্তরে ফোর্স মোতায়েন করা থাকবে। ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান শেষ না হওয়া জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top