সারাদেশে ভারী বৃষ্টিপাতের আভাস
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১২:২২
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৮

সারাদেশে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত।
তিনি বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী পাঁচ দিনে দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, তবে কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে থাকতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি।
সোমবার (৪ আগস্ট): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ১১৯ মিমি এবং ঢাকায় ৬২ মিমি।
মঙ্গলবার (৫ আগস্ট): ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (৬ আগস্ট): রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট): সারাদেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (৮ আগস্ট): সব বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে। দমকা হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পাঁচ দিনের শেষদিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস বলছে, যেহেতু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, নদীভাঙন, ভূমিধস এবং ফসলের ক্ষতি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তাই যাত্রীদের, কৃষকদের এবং প্রশাসনিক কর্তৃপক্ষকে জলবায়ুভিত্তিক প্রস্তুতি নিয়ে রাখার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এই ধারাবাহিক বৃষ্টির ফলে দেশের দক্ষিণাঞ্চল ও পাহাড়ি এলাকার জনজীবন কিছুটা বিঘ্নিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, উজান থেকে নেমে আসা পানি ও স্থায়ী বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: