যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ২৩:৩২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০২:৩৫

দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
আজ এক শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন অত্যন্ত গুণী ও দক্ষ উদ্যোক্তা। মেধা আর পরিশ্রমের মাধ্যমে দু'টি গণমাধ্যম প্রতিষ্ঠানসহ ৪০টি'র অধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের শিল্প খাতের উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন।
এসকল প্রতিষ্ঠানে বহু মানুষের কর্মসৃজন হয়েছে। নুরুল ইসলামের মৃত্যুতে দেশের শিল্প খাতের অপূরণীয় ক্ষতি হল।
শিল্প প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মূল্যবান মতামত দিন: