শনিবার, ৯ই নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১


বিটিভি কবে গণমানুষের হবে?


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪ ১৫:৫২

আপডেট:
৯ নভেম্বর ২০২৪ ১০:১৯

ছবি সংগ্রহীত

গণমাধ্যম একটি রাষ্ট্র ও সমাজের অবিচ্ছেদ্য অংশ, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সামাজিক উন্নয়ন ও জনসাধারণের মতামত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। এ দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সেই দায়িত্ব বহন করলেও নানা সময় সমালোচনার মুখে পড়েছে।

বাতাবি লেবুর বাম্পার ফলন থেকে শুরু করে ক্ষমতাসীন দলের গুণকীর্তনে বিটিভির সমালোচনা সর্বত্র। এ অবস্থায় প্রশ্ন উঠছে, কবে বিটিভি সত্যিকার অর্থে গণমানুষের হবে কবে?

মানসম্পন্ন খবর ও অনুষ্ঠান নির্মাণের গুরুত্ব

বিটিভির ভবিষ্যৎ উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর অনুষ্ঠান ও সংবাদ উপস্থাপনার মান বৃদ্ধি করা। আন্তর্জাতিক মানের অনুষ্ঠান তৈরিতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। অনুষ্ঠান নির্মাতাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যম যেমন বিবিসি, সিএনএন বা আলজাজিরার অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে। এ ধরনের প্রশিক্ষণ প্রযোজক, পরিচালক, স্ক্রিপ্টরাইটারসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বশেষ টেলিভিশন প্রযোজনার কৌশল ও প্রযুক্তিতে দক্ষ করে তুলবে।

বিটিভির সংবাদ সম্প্রচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। আন্তর্জাতিক প্রশিক্ষকদের সহায়তায় নিউজ প্রোডাকশন, ফিল্ড রিপোর্টিং এবং উপস্থাপনার উন্নয়ন ঘটলে সংবাদগুলোর বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়বে। এমন প্রশিক্ষণের উদাহরণ হিসেবে বিবিসি এবং সিএনএনের কথা বলা যায়, এসব গণমাধ্যম নিয়মিতভাবে তাদের সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে।

বিটিভি যা করতে পারে

বিটিভিকে একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, রাজনৈতিক সংবাদ প্রচারে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। দক্ষ সাংবাদিক নিয়োগ দিয়ে নিউজরুমের কার্যকারিতা বাড়াতে হবে এবং জেলাভিত্তিক সংবাদ কাভারেজের জন্য স্থানীয় সাংবাদিকদের ভূমিকা জোরদার করতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের ওপর নির্মিত প্রতিবেদন প্রচারে গুরুত্ব দিতে হবে এবং ইংরেজি ভাষায় সংবাদ প্রচার করে আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে। ডকুমেন্টারি তৈরিতে গুরুত্ব দিয়ে ইতিহাস এবং গবেষণাভিত্তিক বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে বিটিভি তার দর্শকদের জন্য মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারে।

আঞ্চলিক সংবাদ ও গবেষণার ওপর ভিত্তি করে নতুন নতুন অনুষ্ঠান প্রণয়ন করে বিটিভি তার দর্শকদের আকৃষ্ট করতে পারে এবং ভবিষ্যতে গণমানুষের টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে।

সংবাদের নিরপেক্ষতা : বর্তমান সময়ে বিটিভি সমালোচিত হয় মূলত সরকার দলীয় প্রচারমাধ্যম হিসেবে কাজ করার জন্য। এই সমালোচনা দূর করতে হলে সব রাজনৈতিক দলের মতামত, বক্তব্য ও কর্মসূচি সমানভাবে গুরুতে দিতে হবে। গণতন্ত্রের অন্যতম শর্ত হলো, মত প্রকাশের স্বাধীনতা, তাই বিটিভিকে এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি গঠন করে রাজনৈতিক খবরের নিরপেক্ষতা নিশ্চিত করা যেতে পারে।

দক্ষ নিউজরুম : নিউজরুম একটি টেলিভিশন চ্যানেলের মস্তিষ্কস্বরূপ। দক্ষ সাংবাদিকদের উপস্থিতি একটি কার্যকর নিউজরুমের পূর্বশর্ত। সাংবাদিকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিউজরুমের কর্মদক্ষতা বৃদ্ধি করা। নিউজ প্রোডাকশন থেকে শুরু করে ফিল্ড রিপোর্টিং এবং নিউজ উপস্থাপনা—সব ক্ষেত্রেই প্রশিক্ষণ প্রয়োজন। দক্ষ সাংবাদিকদের সাহায্যে নিউজরুমে দ্রুত ও সঠিক খবর সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং প্রচার করতে হবে, যা দর্শকদের কাছে বিটিভির গ্রহণযোগ্যতা বাড়াবে।

জেলাভিত্তিক দক্ষ সাংবাদিক নিয়োগ : বাংলাদেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের খবর জাতীয়ভাবে প্রচার করা বিটিভির দায়িত্ব। দেশের বিভিন্ন প্রান্তের খবর সংগ্রহ ও প্রচারে দক্ষ স্থানীয় সাংবাদিক নিয়োগ দিতে হবে। এতে করে গ্রামীণ জীবনযাত্রা, আঞ্চলিক সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর সঠিকভাবে তুলে ধরতে হবে।

স্থানীয় সংবাদ দর্শকদের আকর্ষণ বাড়াবে, কারণ প্রত্যেক অঞ্চলের মানুষ নিজেদের এলাকার খবর দেখতে আগ্রহী। এটা বিটিভিকে জাতীয় গণমাধ্যম হিসেবে আরও শক্তিশালী করবে।

প্রবাসী বাংলাদেশিদের সংবাদ প্রচারে গুরুত্ব : বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিটিভি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। প্রবাসীদের জীবনের বিভিন্ন সুবিধা-অসুবিধা, অর্জন, সংকট ও সমস্যাগুলো তুলে ধরতে বিটিভিকে আরও সক্রিয় হতে হবে।

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নিয়ে সংবাদ প্রচার করলে শুধু প্রবাসীদের মধ্যে বিটিভির জনপ্রিয়তা বাড়বে তা নয়, দেশের সঙ্গে তাদের সম্পর্কও আরও সুদৃঢ় হবে। এতে করে বিটিভিতে বিজ্ঞাপন বাড়বে।

ইংরেজি ভাষায় বাংলাদেশের সংবাদ প্রচার : বিটিভির সংবাদ ইংরেজি ভাষায় আরও বিস্তৃতভাবে প্রচার করা গেলে আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছানো সম্ভব। দেশের অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর ইংরেজি ভাষায় প্রচার করলে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ তৈরি হয়। পাশাপাশি, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও ইংরেজি ভাষায় দেশের খবর সহজে পেতে পারবেন।

সংবাদের পাশাপাশি ডকুমেন্টারি নির্মাণ ও প্রচার : টেলিভিশন চ্যানেলগুলোর শুধু সংবাদ প্রচার নয়, তথ্যসমৃদ্ধ ও শিক্ষামূলক ডকুমেন্টারি নির্মাণ এবং প্রচারেও ভূমিকা রাখা উচিত। বিটিভির ক্ষেত্রে, বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করা গেলে দর্শকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এ ধরনের ডকুমেন্টারি শিক্ষামূলক হওয়ায় বিজ্ঞাপনদাতাদেরও আকৃষ্ট করবে, যা আয়ের নতুন উৎস হতে পারে।

ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি নির্মাণ ও প্রচার : ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যম বর্তমানে তরুণ প্রজন্মের অন্যতম প্রধান মাধ্যম। বিটিভি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে তথ্যচিত্র প্রচার করতে পারে।

এ ধরনের ডকুমেন্টারি শুধুমাত্র বিটিভির দর্শকদের সংখ্যা বাড়াবে তা নয়, দেশের ইতিহাস সম্পর্কিত শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে বিটিভির প্রভাবশালী উপস্থিতি নিশ্চিত করবে। ডিজিটাল মাধ্যমে প্রচারিত কনটেন্ট বিশ্বব্যাপীও ছড়িয়ে পড়তে পারে, যা আন্তর্জাতিক পর্যায়ে বিটিভির গ্রহণযোগ্যতা বাড়াবে।

এছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি নিয়ে গবেষণাভিত্তিক সংবাদ, অনুষ্ঠান নির্মাণ করলে দর্শকরা বিটিভির প্রতি আরও আগ্রহী হবে এবং বিটিভিও গণমানুষের হয়ে উঠবে।

লেখকঃ এমফিল গবেষক, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top