শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ঢাবিতে হলের গেস্টরুমে নির্যাতনের অভিযোগ


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২২ ০২:৪২

আপডেট:
৩ মে ২০২৪ ১৮:১৬

ঢাবি’র বিজয় একাত্তর হলে নির্যাতনে অভিযুক্তরা

আবারও হলের গেস্টরুমে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এবারের ঘটনা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে। নির্যাতনের এক পর্যায়ে ভুক্তভোগি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে পাঠানো হয় গণরুমে। সেখানেই জ্ঞান হারান তিনি। নির্যাতনে শিকার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাম মো.আকতারুল ইসলাম। আকতারুল ইসলামের সঙ্গে ওই রাতে অন্য যাদেরকে গেস্টরুমে ডাকা হয়েছিল তাদের কাছ থেকে অভিযুক্তদের নাম জানা গেছে। এমনই খবর দিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম।

ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাজু, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ কাজল, সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী ইয়ামিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম রোহান। তারা সবাই ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তবে অভিযুক্তদের বক্তব্য, আকতারুল ইসলাম গেস্টরুমে যায়নি। সে আগে থেকেই অসুস্থ এবং গণরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

ঢাবি’র বিজয় একাত্তর হলে বুধবার ২৬ জানুয়ারি, রাত ১১টার দিকে ঘটে নির্যাতনের ঘটনা। এমন ঘটনায় বৃহস্পতিবার ২৭ জানুয়ারি, হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি আকতারুল ইসলাম। তবে এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলছেন না তিনি। শুধু জানান, “ভাইয়েরা শুধু হালকা গালিগালাজ করেছিল”।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আকতারুলকে গেস্টরুমে ডেকে বৈদ্যুতিক বাল্বের দিকে ১ ঘণ্টা তাকিয়ে থাকতে বলা হয়। ১০ মিনিট তাকানোর পর তিনি অজ্ঞান হয়ে যান। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আকতারুলের বন্ধুদের আগে থেকেই বলা হয়েছিল কাউকে কিছু না বলতে।

এমন ঘটনায় বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি রাত ৩টার সময় হলে গিয়েছিলাম। ভুক্তভোগীর সাথে কথা বলেছি, সাপোর্ট দিয়েছি। ইতোমধ্যে আমরা আবাসিক শিক্ষক জাহিদুল ইসলাম সানার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তারা তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। অভিযোগ প্রমাণ হলে দোষীদের শাস্তি দেয়ার কথাও জানান তিনি।

এদিকে, অভিযুক্ত কেউ সংগঠনের সাথে সংশ্লিষ্ট হলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে মাঝে মাঝেই এমন নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। সাম্প্রতিক সময়ে এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড। গেল বছরের ডিসেম্বরে এ ঘটনায় ২০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top