বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৫:১২

আপডেট:
৩০ জুলাই ২০২৫ ১৪:১৬

ছবি সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে চলা এ সংকট উত্তরণের লক্ষ্যেই ৩৪ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, বর্তমানে দেশজুড়ে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। সেখানে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৫০২টি। তবে এসব পদে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। ফলে ৩৪ হাজার ১০৬টি পদ ফাঁকা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব শূন্যপদের মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। ১০ শতাংশ কোটা সংরক্ষণ রেখে বাকি ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

আর বাকি ৩১ হাজার ৪৫৯টি শূন্যপদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে। এ জন্য জাতীয়করণ করা শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। মামলাটি নিষ্পত্তি হলে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে যোগ্যদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বলেও জানা গেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top