শুক্রবার, ১৭ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


নিজের জেলার ডাক্তারদের জন্য সুরক্ষা সামগ্রি পাঠালেন রাষ্ট্রপতি


প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ০১:২৫

আপডেট:
১৭ মে ২০২৪ ০০:৩২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জের মাটি-মানুষের সাথে মিশে আছে তাঁর শৈশব-কৈশর আর যৌবনের স্মৃতি। এ জনপদের জল-কাদা গায়ে মেখেই বড় হয়েছেন তিনি। তাইতো রাষ্টের সর্বোচ্চ আসনে থেকেও নিজের জেলার প্রতি যেনো খানিকটা বাড়তি দরদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। বঙ্গভবনের ‘চার দেয়ালে বন্দি’ কিংবা ‘এসএসএফের লাল ফিতায়’ আটকা থেকেও যখনি সুযোগ পান ছুটে আছেন প্রাণের জেলা কিশোরগঞ্জে।

সারা বিশ্বে করোনা মহামারি দেখা দেয়ার প্রথম দিকেই সারা দেশের সাথে কিশোরগঞ্জ নিয়ে ভাবনায় পড়ে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জেলা প্রশাসককে ফোন করে নিজের এলাকার খোঁজখবর নেন। বলেন, লোকজনকে যেনো কোয়ারেন্টিনে রাখা হয়।

দু’দিন আগে জেলার সিভিল সার্জনকে ফোন করে এখানকার করোনা পরিস্থিতির সার্বিক তথ্য সংগ্রহ করেন। জানতে চান, নিজের এলাকার মানুষ কেমন ঝুঁকিতে আছে। এ সময় সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান পরিস্থিতি জানিয়ে পর্যাপ্ত নিরাপত্তা উপকরণ না থাকায় ডাক্তারসহ স্বাস্থ্যকর্মিরা ঝুঁকিয়ে থাকার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ দু’দিন পরই ব্যাক্তিগত উদ্যোগে জেলার ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মিদের জন্য পাঠান নানা সামগ্রি।

জানা গেছে, চলমান করোনা ভাইরাস মোকাবেলায় কিশোরগঞ্জের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মিদের জন্য পিপিইসহ (পারসোনাল প্রটেকশন ইকুইভমেন্ট) বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে এসব সামগ্রি তুলে দেন রাষ্ট্রপতির মেঝো ছেলে প্রেডিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন।

রাষ্ট্রপতির পাঠানো এসব উপহার সামগ্রির মধ্যে রয়েছে, ৫০০ পিছ হ্যান্ড গ্লাবস, ৫০০ পিছ ফেইসমাস্ক, ৩০০ হ্যান্ড সানিটাইজার, ১০০ পিছ পিপিই, ৩০০ পিছ সু-কভার, ২০০ পিছ গগলজ, ৬০ পিছ হ্যাক্সাসল ও ২ পিছ থার্মোমিটার।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহ আজিজুল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের শীর্ষ পদে থেকেও নিজের জেলার মানুষের কথা ভাবেন। তাদের নিয়ে চিন্তা করেন। দ্রুত পিপিইসহ অন্যান্য উপকরণ পাঠানোয় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ‘মহামান্য রাষ্ট্রপতির পাঠানো উপহার সামগ্রি বুঝে পেয়েছি। তাঁর ছেলে রাসেল আহম্মেদ তুহিন রাষ্ট্রপতির হয়ে এগুলো হস্তান্তর করেন।’ সবগুলো সামগ্রি সিভিল সার্জনকে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 


সম্পর্কিত বিষয়:

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top