গাজায় যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত আত্মহত্যা করেছেন ৫৮ ইসরায়েলি সেনা
প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫ ১১:৩১
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৫:৪০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১ বছর ১০ মাসে আত্মহত্যা করেছেন মোট ৫৮ জন ইসরায়েলি সেনা। বুধবার ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যোদ্ধরা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, আইডিএফের অভিযান শুরুর পর ২০২৩ সাল শেষ হওয়ার আগেই আত্মহত্যা করেছেন ১৭ জন ইসরায়েলি সেনা। পরে ২০২৪ সালের গোটা বছরে ২৪ জন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন।
ইসরায়েলের সেনাবাহিনীতে মনরোগ বিশেষজ্ঞ, মনোবিদ, সমাজকর্মীসহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পেশাদার ব্যক্তিদের গুরুতর ঘাটতি আছে বলেও দাবি করেছে হারেৎজ। এই ঘাটতির কারণে বিষাদ ও অবসাদগ্রস্ত সেনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, বিষাদ, অবসাদ ও ট্রমায় আক্রান্ত হয়ে প্রতি মাসে ইসরায়েলি সেনাবাহীনির পুনর্বাসন বিভাগে ভর্তি হচ্ছেন শত শত সেনা। যে মানসিক সমস্যায় তারা ভুগছেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিএসটিডি।
আত্মহত্যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত সোমবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ওফাকিমে। সেদিন ওফাকিমের একটি বাড়ি থেকে এক সেনার মরদেহ উদ্ধার হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, আত্মহত্যা করেছেন ওই সেনা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬০ হাজার ১৩৮ জন ফিলিস্তিনি। নিহতদের ৫৬ শতাংশই নারী, শিশু এবং বেসামরিক।
প্রায় ২ বছরের এ যুদ্ধে অবশ্য হামাসের হামলায় শত শত ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। আইডিএফের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৮৯৪ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ১৩৪ জন।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: