রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


প্রতিমন্ত্রীর সহকারী পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৩ ২৩:৪৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:২১

ছবি সংগৃহিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ইমাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

রোববার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজিয়া ইসলাম।

তিনি জানান, ইমাম হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নানা ধরনের তদবির করতেন।

এই অভিযোগে গতকাল শনিবার শাহবাগ থানায় ইমাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। সেই মামলার ছায়া তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ইমাম হোসেনের মোবাইল নম্বর পর্যালোচনা করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতিপূর্বে একই অপরাধে সে গ্রেপ্তার হয়েছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top