চুলের যত্নে গোলাপ জল, যেভাবে ব্যবহার করবেন
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৪

রোজ ওয়াটার বা গোলাপ জল— রূপচর্চার ক্ষেত্রে একটি পরিচিত নাম। একে প্রাকৃতিক টোনারও বলা হয়। ত্বককে আর্দ্র রাখতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। তবে কেবল ত্বক নয়, চুলের জন্যও বেশ উপকারি উপাদানটি। আর তাই ত্বকের পাশাপাশি চুলের যত্নেও গোলাপ জল ব্যবহার করতে পারেন।
চুলের যত্নে কীভাবে গোলাপ জল ব্যবহার করবেন? এতে কী কী উপকার মিলবে? চলুন জানা যাক-
১. চুলের আর্দ্রতা বজায় রাখে:
গোলাপ জল চুলকে হাইড্রেটেড রাখে। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই চুল হাইড্রেট রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন।
২. শুষ্কতা দূর করে:
চুলের শুষ্কতা দূর করতে, স্ক্যাল্পের খুশকিসহ নানা সমস্যা দূর করতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। ফেস মিস্টের মতো চুলেও গোলাপ জল ব্যবহার করতে পারেন। চুলের শুষ্কতা দূর হবে। চুল হবে নরম।
৩. খুশকি ও তৈলাক্ততা দূর করে:
গোলাপ জলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং প্রদাহরোধী উপাদান যা মাথার ত্বক পরিষ্কার রাখে এবং অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। ফলে খুশকির সমস্যা দূর হয় সহজে।
৪. চুলের উজ্জ্বলতা বাড়ায়:
ভিটামিন এ, সি, ই এবং বি-এর মতো পুষ্টিগুণে পরিপূর্ণ একটি উপাদান গোলাপ জল। তাই এটি মাথার ত্বক ভালো রাখে এবং চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
চুলের যত্নে গোলাপ জলের হেয়ার মিস্ট:
চুলে রোজ তেল মাখার সুযোগ থাকে না। সেক্ষেত্রে হেয়ার মিস্ট ব্যবহার করতে পারেন। নারকেল আর গোলাপ জল মিশিয়ে হেয়ার মিস্ট তৈরি করুন। প্রতিদিন গোসল করার আগে স্প্রে’র সাহায্যে চুলে এই মিস্ট ব্যবহার করুন।
শ্যাম্পু করার পর চুলে হেয়ার সিরাম ব্যবহার করার অভ্যাস থাকলে সেক্ষেত্রেও এই হেয়ার মিস্ট সিরাম হিসাবে ব্যবহার করতে পারেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: