অ্যালোভেরা জেল নাকি নারকেল তেল— শুষ্ক ত্বকের জন্য কোনটি ভালো?
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২
আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৭

একেকজনের ত্বক একেকরকম হয়ে থাকে। কারো ত্বক অনেক শুষ্ক হয়। আবার কারো ত্বক অনেক বেশি তৈলাক্ত হয়, কারো ত্বক হয় অত্যন্ত স্পর্শকাতর। ত্বক স্বাভাবিক না হলে নানা সমস্যা দেখা দেয়। বিশেষত যাদের ড্রাই স্কিন তারা মাঝেমধ্যে অতিরিক্ত সমস্যায় পড়েন।
ত্বক শুষ্ক হলে নেক খসখসে লাগে, ফ্যাকাশে ভাব ফুটে ওঠে। এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। ত্বকের শুষ্কতা দূর করতে অনেকে নারকেল তেল, অ্যালোভেরা জেল ব্যবহার করেন। কিন্তু কোনটি ত্বকের জন্য বেশি উপকারি?
অ্যালোভেরা জেল নাকি নারকেল তেল?
নারকেল তেল ও অ্যালোভেরা জেল দুটোই শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী। দুটো উপাদানই ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। কিন্তু কোনটি বেশি উপকারি? চিকিৎসকের মতে, নারকেল তেল ও অ্যালোভেরা জেল দুটোই ত্বকের জন্য বেশ উপকারী। প্রতিদিন নারকেল তেল মুখে লাগালে কারো কারো ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস হতে পারে। তাই সপ্তাহে দুই বার মুখে নারকেল তেল ম্যাসাজ করতে পারেন। অ্যালোভেরা যেকোনো সময়, যেকোনো মরসুমে ত্বকে লাগালে ভালো ফল মেলে।
ত্বক বেশি শুষ্ক ও সংবেদনশীল হলে নারকেল তেলের জায়গায় অ্যালোভেরা জেল লাগানো ভালো। কারণ এই জেল হালকা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অন্যদিকে নারকেল তেল আর্দ্রতা ধরে রাখতে পারে। সেসঙ্গে ত্বককে কিছুটা তৈলাক্ত করে তুলতে পারে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বক মেরামত করতে পারে। এছাড়া ফাটা ও শুষ্ক ত্বক মসৃণ করতেও সাহায্য করে এটি।
তবে কোনোকিছুই না বুঝে, না পরীক্ষা করে ত্বকে ব্যবহার করা ভালো নয়। মুখে অ্যালোভেরা জেল হোক বা নারকেল তেল ব্যবহারের আগে একটি প্যাচ টেস্ট করা জরুরি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: