বৃহঃস্পতিবার, ২৭শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


জাতিসংঘের জুডিশিয়ারি সম্মেলন

বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে : বিচারপতি সোহেল


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫ ১০:০৫

আপডেট:
২৭ নভেম্বর ২০২৫ ১২:৪৭

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিচারিক সততা নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। বিচার বিভাগের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের উদ্যোগে ফিলিপাইনের মানিলা শহরে অনুষ্ঠিত ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিচারিক সততা’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতি আহমেদ সোহেল বলেন, বিচারিক সততার জন্য বিচারপতি নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ হতে হবে। মেধাবীদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে। এছাড়া বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক করতে হবে।

বিচারপতিরা যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। বিচারকদের নিয়মিত সম্পদের বিবরণী দাখিল করতে হবে।

তিনি বলেন, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে সিভিল সোসাইটি ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকর্মীরা ওয়াচডগের ভূমিকা রাখতে পারে। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

মামলাজট কমানো প্রসঙ্গে তিনি বলেন, মামলাজট কমাতে হলে বিচারকের সংখ্যা বৃদ্ধি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিতে হবে।

প্রধান বিচারপতির রোডম্যাপ ঘোষণা প্রসঙ্গে বিচারপতি সোহেল বলেন, বাংলাদেশে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ ঘোষণা করেন। এই রোডম্যাপের আলোকে বিচার বিভাগে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন, বিচারপতি নিয়োগ কাউন্সিল বাস্তবায়ন হয়েছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে ঐতিহাসিক রায় প্রদান সম্পর্কে তিনি বলেন, ১১৬ অনুচ্ছেদের সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আমরা সেটা অবৈধ ও বাতিল ঘোষণা করেছি।

এই রায়ের ফলে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এসেছে।

গত ২০ ও ২১ নভেম্বর জাতিসংঘের ব্যবস্থাপনায় ফিলিপাইনের মানিলা শহরে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রধান বিচারপতি ও সিনিয়র বিচারপতিরা অংশ নেন। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের বিচার বিভাগের প্রতিনিধিত্ব করেন বিচারপতি আহমেদ সোহেল


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top