শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


বিশ্বে করোনা পরিস্থিতি

মৃত ৫ লাখ ৪৬ হাজার, আক্রান্ত ১ কোটি ৪২ লাখ ছুঁইছুঁই


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ১৬:৫৫

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৯:০৩

ছবি: সংগৃহীত

মাত্র সাত মাস বয়স চলেছ। এরই মধ্যে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ সারাবিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৬৫২ জনে পৌঁছেছে। গত একদিনেই ভাইরাসটিতে বিশ্বের সাড়ে ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৮ লাখ মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪৪ লাখ ৯৪ হাজার ৮৪২ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৯৬০ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ২ লাখ ৭ হাজার ৭৫২ জন মানুষ। প্রাণ গেছে আরও ৫ হাজার ৫১৭ জনের।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৯৭ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৩৩ হাজার ৯৭৯ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৬৬ হাজার ৮৬৮ জনে ঠেকেছে।

সংক্রমণের হারে রাশিয়াকে ছাড়িয়ে যাওয়া দক্ষিণ এশিয়ার ভারতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪৩ হাজারের বেশি। প্রাণহানি ২০ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তের তালিকায় চারে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ ৯ হাজারের কাছাকাছি। যেখানে মৃত্যু হয়েছে প্রায় ১১ হাজার মানুষের।

এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতেও সংক্রমণ ৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৬ হাজার ৪৩৪ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে ২৮ হাজার ৩৯২ জনের।

যুক্তরাজ্যে ২ লাখ ৮৬ হাজার ৩৪৯ জনের আক্রান্তে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৯১ জনে ঠেকেছে।

লাতিন আমেরিকায় ব্রাজিলের পরই সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকা মেক্সিকোয় আক্রান্ত ২ লাখ ৬৮ হাজারের বেশি। প্রাণ গেছে ৩২ হাজার ১৪ জনের।

সংক্রমণে ইউরোপে দেশ ইতালিকে ছাড়িয়ে গেছে ইরান। মধ্যপ্রাচ্যের ইসলামীক দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৬ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে ১১ হাজার ৯৩১ জনের।

ইতালিতে প্রায় ২ লাখ ৪২ হাজার মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৮৯৯ জন।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ সাড়ে ৩৪ হাজার। মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৩৯ জনের।

সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাওয়া মুসলিম প্রধান দেশ সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ১৭ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৭ জন।

তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ৮ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ২৬০ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ১৫১ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭৮ হাজার ১০২ জন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। প্রাণঘাতী করোনা বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সূত্র- ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top