বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


বিশ্বে করোনা পরিস্থিতি

আক্রান্ত ১ কোটি ১২ লাখ, মৃত ৫ লাখ ৩০ হাজার ছুঁইছুঁই


প্রকাশিত:
৪ জুলাই ২০২০ ১৬:৩৩

আপডেট:
৫ জুলাই ২০২০ ০০:১০

ছবি: সংগৃহীত

উৎপত্তির পর মাত্র সাত মাস চলেছ। এরই মধ্যে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ সারাবিশ্বে মৃতের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজার ১১৩ জনে পৌঁছেছে। ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ১১ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬২ লাখ ৯৭ হাজার ৯১০ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪৩ লাখ ৬৩ হাজার ৬৫৫ জন চিকিৎসাধীন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৫৮ হাজার ৮৩৬ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৯০ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৩২ হাজার ১০১ জন।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪৩ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৬৩ হাজার ২৫৪ জনে ঠেকেছে।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ সাড়ে ছয় লাখের কাছাকাছি। প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৬৬৯ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন মানুষ। প্রাণ হারিয়েছেন নতুন করে ১৩ জন। এ নিয়ে ইউরোপের দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে।

সংক্রমণ ২ লাখ ৯৫ হাজারের বেশি লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ১০ হাজার ২২৬ জনের।

চিলিতে সংক্রমণ ২ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৬ হাজার ৫১ জনের।

যুক্তরাজ্যে ২ লাখ ৮৪ হাজারের বেশি আক্রান্তে মৃতের সংখ্যা ৪৪ হাজার ১৩১ জনে ঠেকেছে।

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ২ লাখ ৪৫ হাজারের বেশি। প্রাণ গেছে সাড়ে ২৯ হাজার ৮৪৩ জনের।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৪১ হাজার ১৮১ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৮৩৩ জন।

ইরানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ১১ হাজার ২৬০ জনের।

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ২২ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৫১ জনের।

তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ ৩ হাজার ৪৫৬ জন। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ১৮৬ জনের।

সংক্রমিতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে সবচেয়ে মুসলিম প্রধান দেশ সৌদি আরবে। এখন পর্যন্ত সেখানে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮০১ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮০২ জন।

এদিকে গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯৬৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৮ হাজার ৪৮ জন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। প্রাণঘাতী করোনা বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।

সূত্র- ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top