শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


জাতিসংঘ কর্মকর্তার এক দাবিকে চ্যালেঞ্জ করেছেন ইলন মাস্ক


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ১৬:১৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ২১:১৪

ছবি-সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সম্পদের সামান্য একটি অংশ বিশ্বের ক্ষুধা সমস্যা নিরসন করতে পারে-জাতিসংঘ কর্মকর্তার এমন দাবিকে চ্যালেঞ্জ করেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার ইলন মাস্ক।

সম্প্রতি জাতিসংঘর বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ডিরেক্টর ডেভিড বিজলি বিশ্বের ক্ষুধা সমস্যা নিরসনে ইলন মাস্ক ও অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজসের মতো ধনকুবেরদের সম্পদের সামান্য অংশ দান করে দেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএফপি প্রধান বলেছিলেন, বিশ্বজুড়ে খাদ্যসংকটে ভোগা ৪২ মিলিয়ন মানুষের সাহায্যের জন্য ৬ বিলিয়ন ডলার প্রয়োজন। এলন মাস্ক ও জেফ বেজসের একবারের দানই তাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে।

গত মাসের শুরুতে করা এক টুইটেও ডেভিড বিজলি এমন দাবি করে এককালীন দানের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷

সেই দাবির সত্যতা প্রমাণের জন্য ইলন মাস্ক এক টুইটে জাতিসংঘ কর্মকর্তার বক্তব্যের জবাবে বলেন, যদি বিশ্ব খাদ্য কর্মসূচি স্বচ্ছতা ও খোলামেলা হিসাবের মাধ্যমে ‘কীভাবে ৬ বিলিয়ন ডলার বিশ্বের ক্ষুধা সমস্যা নিরসন করবে তা ব্যাখ্যা করতে পারে তাহলে এখনই আমি টেসলার শেয়ার বিক্রি করবো। আপনারা ব্যাখ্যা দেন। খবর-আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top