শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


আফগানিস্তানে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ!


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৫

আপডেট:
২৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:১২

সংগৃহীত

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের মাটির নিচে অন্তত ১ লাখ কোটি ডলারের (২২০ কোটি টনেরও বেশি আকরিক লোহা, ১৩০ কোটি টনেরও বেশি মার্বেল পাথর এবং ১৪ লাখ টন বিরল খনিজ পদার্থ) খনিজ সম্পদ রয়েছে।

দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

আফগানিস্তানের খনিজ সম্পদ নিয়ে গবেষণাকারী ভূতত্ববিদ স্কট মন্টগোমারি জানিয়েছেন, আয়ের বড় উৎস হিসেবে বিপুল আকারে খনিজ সম্পদ উত্তোলনের জন্য আফগানিস্তানের ৭-১০ বছর সময় প্রয়োজন।

তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, দুর্বল আইন ও দুর্নীতির কারণে দেশটির খনিজ সম্পদ খাতের উন্নয়ন থমকে গেছে।

গত ২ সেপ্টেম্বর তালেবান জানিয়েছিল, তারা প্রাথমিকভাবে চীনা বিনোয়েগের ওপর আস্থা রাখতে চাচ্ছে। আফগানিস্তানের বেশ কয়েকটি খনি অবশ্য চীন দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে রেখেছে। নতুন করে চীনা বিনিয়োগ যুক্ত হলে হয়তো আফগান খনিজ সম্পদ থেকে বিপুল পরিমাণ আয় যাবে চীনের পকেটে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top