সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ভারতে চিকিৎসা নিতে যাওয়াদের ৫৪.৩ শতাংশই বাংলাদেশি


প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ১৫:৩৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০০:৫৯

প্রতীকী ছবি

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের হার ক্রমেই বাড়ছে। একযুগ আগেও ভারতে মেডিকেল ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশিদের হার ছিল ২৩ শতাংশের মতো, সেখানে গত বছর এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ শতাংশের বেশি।

ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত সবশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পরিসংখ্যানে জানানো হয়েছে, বাংলাদেশের ৫৪.৩ শতাংশ হারের পরেই রয়েছে ইরাকিরা (৯ শতাংশ)। এরপর যথাক্রমে রয়েছে আফগানিস্তান (৬ শতাংশ), মালদ্বীপ (৪.৫ শতাংশ) এবং আফ্রিকার কয়েকটি দেশ (মোট ৪ শতাংশ)।

এ প্রসঙ্গে ভারতের ন্যাশনাল মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রমোশন বোর্ডের সদস্য প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি বলেন, বাংলাদেশিরা চিকিৎসাসেবার জন্য ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে সেখানকার উন্নত চিকিৎসার ব্যবস্থা ছাড়াও একই ধরনের খাবার, ভাষা, সাশ্রয়ী মূল্যে চিকিৎসা এবং সাংস্কৃতিক স্বাচ্ছন্দ্য অন্যতম প্রভাবক হিসাবে কাজ করে।

ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০০৯ সালে দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের হার ছিল ২৩.৬ শতাংশ। সে বছর অবশ্য ৫৭.৫ শতাংশ মেডিকেল ট্যুরিস্ট নিয়ে এ তালিকার শীর্র্ষে ছিল মালদ্বীপ।


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top