সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


‘মেয়েদের মোবাইল দেওয়া উচিত নয়’


প্রকাশিত:
১০ জুন ২০২১ ২৩:৩১

আপডেট:
৬ মে ২০২৪ ০৯:২২

প্রতীকী ছবি

মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মহিলা কমিশনের সদস্যা মীনা কুমারী। তার দাবি, মোবাইল দিলেই ধর্ষণের ঘটনা বেশি ঘটে। তিনি আরও বলেন, মেয়েরা বিগড়ে গেলে তার জন্য সম্পূর্ণ দায়ী তাদের মা।

তিনি বলেন, মেয়েদের মোবাইল দেওয়া উচিত নয়। কারণ ঘণ্টার পর ঘণ্টা ধরে তারা ছেলেদের সঙ্গে কথা বলবে। তার পর তাদের সঙ্গে পালিয়ে যাবে। সে জন্যই ধর্ষণের মতো ঘটনা বেশি ঘটছে। মেয়েদের ফোন কেউ খতিয়ে দেখে না। পরিবারের লোকেদের এই ব্যাপারে কোনও নজর থাকে না।

বৃহস্পতিবার (১০ জুন০) আলিগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

মীনা আরও বলেন, মেয়েদের বড় হওয়ার ক্ষেত্রে মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যদি কোনও মেয়ে বিগড়ে যায় তার জন্য সম্পূর্ণ দায়ী তার মা।

তবে ভারতের সুশীল সমাজে মহিলা কমিশনের এক সদস্যের ওই ধরনের মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে।

উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অঞ্জু চৌধুরী জানিয়েছেন, এটা সম্পূর্ণ মীনার ব্যক্তিগত মতামত। মেয়েদের কাছ থেকে মোবাইল কেড়ে নিলেই যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে তা মনে করেন না তারা।


সম্পর্কিত বিষয়:

মোবাইল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top