ইউনূস সরকারের পদক্ষেপে কি অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান
প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬ ১৮:৩১
আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ২১:৪৫
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতি ভারতের নজরদারির বাইরে নয় এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর সব যোগাযোগ চ্যানেল খোলা রাখা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ঢাকায় যে কোনো সরকার দায়িত্বে থাকুক, ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তা নির্ভর করবে। তিনি বলেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশে সরকারের ধরনের যাচাই করা। যদি এটি অন্তর্বর্তী সরকার হয়, তাদের পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদী নাকি অল্প সময়ের জন্য, তা বিচার করা প্রয়োজন।
জেনারেল দ্বিবেদী আরও জানান, ভারতের তিন বাহিনীই বাংলাদেশে সমকক্ষদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রাখছে। তিনি বলেন, আজ পর্যন্ত তিন বাহিনীর সব যোগাযোগ চ্যানেল খোলা আছে এবং ভারতীয় সেনাপ্রধানরা নিয়মিত যোগাযোগ রাখছেন। নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও তাদের সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বাড়ার প্রেক্ষিতে ভারত ইতিমধ্যে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। জেনারেল দ্বিবেদী বলেন, প্রতিনিধি দল মাঠপর্যায়ে সবার সঙ্গে দেখা করেছে এবং বাহিনীগুলোর মধ্যে স্পষ্টতা নিশ্চিত করা হয়েছে।
ভারতের সেনাপ্রধান বাংলাদেশের পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, আজকের পরিস্থিতিতে বাংলাদেশি বাহিনীর পদক্ষেপ কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না।
সামরিক আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, সক্ষমতা উন্নয়ন সব দেশের জন্যই চলমান প্রক্রিয়া। ভারত এ বিষয়ে সতর্ক রয়েছে। প্রস্তুতির দিক থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: