সৌদির নেতাদের মরুতে উট চড়ানোর কথা বলে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫ ২১:২৭
আপডেট:
২৪ অক্টোবর ২০২৫ ০২:৫৯

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত দিলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। এছাড়া সৌদির নেতাদের মরুতে উট চড়ানো চালিয়ে যেতে বলেও কটাক্ষ করেন এ দখলদার।
এমন মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর মাফ চেয়েছেন স্মোরিচ। তিনি বলেছেন, “সৌদি আরব নিয়ে আমার মন্তব্য অনুপযুক্ত ছিল। এরফলে (সৌদির নেতাদের) যে অপমান হয়েছে মাফ চাইছি।”
এরআগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক অনুষ্ঠানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে ইসরায়েলকে সৌদির স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্মোরিচ বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। আমি বলব, বন্ধুরা— না ধন্যবাদ। আপনারা সৌদি আরবের মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন।”
সৌদির কাছে মাফ চাইলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধীতা অব্যাহত রেখেছেন উগ্রপন্থি স্মোরিচ। তিনি বলেছেন, “আমি সৌদিদের কাছ থেকে প্রত্যাশা করব তারা আমাদের ক্ষতি করবে না এবং আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং পশ্চিমতীরে ইহুদিদের তাদের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার থেকে বঞ্চিত করবে না। এছাড়া সৌদি আমাদের সঙ্গে সত্যিকারের শান্তি স্থাপন করবে বলেও আমার প্রত্যাশা।”
এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে এ বছরের মধ্যে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১৫ অক্টোবর প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। যা আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে ম্যাগাজিনটি।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি মনে আমরা সৌদি-ইসরায়েলের সম্পর্কের খুব কাছে। আমি মনে করি সৌদি নেতৃত্ব দেবে। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। এ মুহূর্তে তাদের এ দুটি সমস্যা নেই।”
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: