বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রায় ৯ মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি ইতোমধ্যেই ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠানো হচ্ছে, যার প্রত্যেকটিতে ৫০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে।

তবে, ট্রাম্প প্রশাসন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো এই অস্ত্র সহায়তা হিসেবে দিচ্ছে না। কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে এবং চালান পাঠানোর খরচও তারাই বহন করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, 'প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়্যার লিস্ট (পার্ল)' নামের একটি নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট ১ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারই প্রথম চালান এটি।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আর সামরিক সহায়তার অনুমোদন দেওয়া হবে না। গত ৯ মাস তিনি তার এই কথার ওপর অটল থাকার চেষ্টা করেছেন। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি যুদ্ধাবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন। তবে তার প্রশাসনের গত ৯ মাসের তৎপরতায় যুদ্ধাবসানের ইস্যুতে দৃশ্যমান কোনো বড় অগ্রগতি হয়নি।

ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এখনো ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা স্থগিত রেখেছে, যদিও গত ৯ মাসে বাইডেন প্রশাসনের অনুমোদিত কিছু অস্ত্রের চালান ইউক্রেনে পৌঁছেছে। কিয়েভে পাঠানোর জন্য প্রস্তুত দুটি চালানে কী কী অস্ত্র রয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য অস্ত্রের সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর জন্য এই সিস্টেম পাঠানো হচ্ছে।

রয়টার্সকে ওই কর্মকর্তা আরও বলেছেন, 'পার্ল'-এর আওতায় কিয়েভের জন্য প্রচুর অস্ত্রের ফরমায়েশ দিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। আমরা তাদের এই ফরমায়েশের তালিকা যাচাই করছি এবং তালিকায় থাকা যেসব অস্ত্র মার্কিন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, কেবল সেগুলোই কিয়েভে পাঠানো হবে।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top