জিনপিংয়ের ভাষণে অসন্তোষ ট্রাম্পের, বললেন— ‘আমরা চীনকে সাহায্য করেছি’
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৭
আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০
চীনের আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবদান উপেক্ষা করায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চীনকে “অনেক সহায়তা” করেছিল, তাই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণে তা উল্লেখ করা উচিত ছিল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে চীনের আয়োজিত “সুন্দর অনুষ্ঠান”-এ যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে ধরা উচিত ছিল বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন।
বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি অনুষ্ঠানটি দেখেছি। এটি দারুণ ও চিত্তাকর্ষক ছিল। প্রেসিডেন্ট শি আমার বন্ধু, তবে আমি মনে করি তার ভাষণে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করা উচিত ছিল, কারণ আমরা চীনকে অনেক সহায়তা করেছি।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন, বেইজিংয়ে সমবেত হওয়া বিদেশি নেতারা হয়তো যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন। তবে চীনের ওয়াশিংটন দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রয়টার্স বলছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকীকে তার সরকারের বড় কূটনৈতিক প্রদর্শনীতে পরিণত করেন। তিয়ানআনমেন স্কোয়ারে ৫০ হাজারেরও বেশি মানুষের সামনে তিনি ভাষণ দেন। তার পাশে ছিলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন। সেখানে চীনের সেনাদের পদযাত্রা ও আধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়, যার লক্ষ্য ছিল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের, বিশেষত যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়া।
১৯৩৭ সালে জাপানের চীন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় বাঁকবদল হয়, আর ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। যুক্তরাষ্ট্র ১৯৪১ সালে যুদ্ধে যোগ দিয়ে চীনা সেনাদের সহায়তা করে এবং জাপানের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষণে বলেন, “যেসব বিদেশি সরকার ও আন্তর্জাতিক বন্ধু চীনা জনগণকে সমর্থন ও সহায়তা দিয়েছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই।”
তবে যুক্তরাষ্ট্রের ভূমিকা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি।
বর্তমানে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নানা ইস্যুতে টানাপোড়েনে আছে। এর মধ্যে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধও রয়েছে। তবু ট্রাম্প প্রায়ই দাবি করেন, শি জিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ইতিবাচক, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে সঠিক পথে নিতে পারে।
অনুষ্ঠানের শুরুতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে শি-কে উদ্দেশ করে লেখেন, “আমার উষ্ণ শুভেচ্ছা জানিও ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে, যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো।”
রাশিয়ার ক্রেমলিন অবশ্য জানিয়েছে, তারা কোনো ষড়যন্ত্র করছে না এবং ট্রাম্পের মন্তব্যকে তারা বিদ্রূপ হিসেবেই দেখছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: