শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ট্রাম্পকে উপেক্ষা করে পুতিনের সঙ্গে মোদির বৈঠক


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১১:৫১

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ১৭:৪৯

ছবি ‍সংগৃহিত

বাণিজ্য শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনের পর্যটন শহর তিয়ানজিনে রোববার (৩১ আগস্ট) থেকে শুরু হচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন, শেষ হবে ১ সেপ্টেম্বর।

এসসিও সম্মেলন শেষে তিয়ানজিনেই হবে পুতিন-মোদি বৈঠক। শুক্রবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উশাকভ বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।

তাছাড়া আগামী ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই সফরকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হবে।”

প্রসঙ্গত, গত মে মাসে পাকিস্তান-ভারত সংঘাত থামানোর ক্ষেত্রে অবদান স্বীকার না করা এবং রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে গত আগস্টের শুরুর দিকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্প আরোপ করেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ধার্যকৃত মোট রপ্তানি শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে।

নতুন এই শুল্ক আরোপের পর ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির। শুল্ক প্রত্যাহার বা এ সংক্রান্ত আলোচনার জন্য ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ বা আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি।

গত ২৭ তারিখ থেকে কার্যকর হয়েছে বর্ধিত শুল্ক। এটি কার্যকর হওয়ার আগে মোদিকে এক দিনে চারবার ফোন করেছেন ট্রাম্প, কিন্তু মোদি তার ফোন ধরেননি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top