তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১০:৫৮
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৩:৫৫

আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’
ট্রাম্প বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’
ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরাইলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এটি এমন এতটি পরিকল্পনা যা জাতিগত নির্মূলের সমান এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
এর আগে সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় পাঁচ সাংবাদিক সহ ২১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে অবগত ছিলেন না বলে মনে হয়েছিল। এ ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য চাপ দেওয়া হলে তিনি বলেন, ‘আচ্ছা, আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। একইসঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।
এরপর ট্রাম্প গাজায় অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তির জন্য তার প্রচেষ্টা সম্পর্কে কথা বলতে শুরু করেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: