সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ব্রিটেনে উড়োজাহাজ বিধ্বস্ত


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৭:১০

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২০:৩৮

ছবি ‍সংগৃহিত

যুক্তরাজ্যের বৃহত্তম ও দ্বিতীয় জনবহুল দ্বীপ আইল অব ওয়াইটে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সোমবার দ্বীপের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্ট শহরের মাঠে ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া উড়োজাহাজে কতজন যাত্রী কিংবা ক্রু ছিলেন সেই বিষয়েও কর্তৃপক্ষ কোনও তথ্য প্রকাশ করেনি।

দেশটির বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে একটি উড়োজাহাজ ভেন্টনরের কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়েছে।

উড়োজাহাজ বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের পুলিশ।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতয়েন করেছে।

তবে উড়োজাহাজে ঠিক কতজন যাত্রী ছিলেন কিং বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করেনি। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি গাড়ি চালিয়ে শাঙ্কলিনের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটিকে আকাশে চক্কর দিতে দেখেন। পরে সেটি আড়ালে চলে যায় এবং একটি ঝোপে আছড়ে পড়ে।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top