শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


গাড়ির সঙ্গে ডুবিয়ে দেওয়া হচ্ছিল তিনটি মরদেহ


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২১ ১৬:১৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২১ ১৮:০১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া-আলাবামা সীমান্তের ইউফৌলা হ্রদে একটি ডুবন্ত গাড়ি থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বুধবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আলাবামা পুলিশ প্রধান স্টিভ ওয়াটকিনস ইউএস নিউজকে জানান, জর্জিয়া-আলাবামা সীমান্তে ক্রিক টাউন পার্কের কাছে ইউফৌলা হ্রদে ডুবতে থাকা একটি গাড়ি থেকে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি পানি থেকে উদ্ধার করে ভেতরে তিনটি লাশ দেখতে পান।

পুলিশের ধারণা, পরিবারটি ট্রিপল হত্যাকাণ্ডের শিকার। হত্যার পর গাড়িসহ পানিতে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এদিকে, মৃত ওই নারীকে জর্জিয়ার বাসিন্দা রমোনা হাডসন বলে পরিচয় দিয়েছে স্থানীয় একটি অনলাইন পোর্টাল। তবে তাদের সন্তানদের নাম প্রকাশ করা হয়নি। ওই খবরে বলা হয়, হাডসনের সন্তানদের বয়স ১২ ও ১৬ বছর হতে পারে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top