মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


ভারতে আরও ৭২ হাজারের বেশি করোনায় আক্রান্ত


প্রকাশিত:
১ এপ্রিল ২০২১ ১৮:৫৫

আপডেট:
৭ মে ২০২৪ ০১:৫৪

ছবি: সংগৃহীত

ভারতে একদিনেই ৭২ হাজার ৩৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত অক্টোবরের পর এটিই দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

বুধবার শনাক্ত হওয়া ৭২ হাজার ৩৩০ জন নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। এর আগে গত বছরের ১১ অক্টোবর ৭৪ হাজার ৩৮৩ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।

এমন একসময় এ আক্রান্তের খবর এসেছে, যখন দেশটি বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ শুরু করতে যাচ্ছে। এই ধাপে ৪৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সি ভারতীয়দের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেল ১ মার্চ থেকে যাদের বয়স ৬৫ বছর কিংবা ৪৫ বছর বয়সি মারাত্মক অসুস্থ রোগীদের টিকা দেওয়া শুরু করে ভারত। এর আগে গত ১৬ জানুয়ারি এই টিকাদান কর্মসূচি শুরু করে দেশটি।

তখন স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৩৯ হাজার ৫৪৪ জন করোনায় আক্রান্ত হলে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮ লাখ ১২ হাজার ৯৮ জন। মহামারি শুরু হওয়ার পর ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য হলো এটি।


সম্পর্কিত বিষয়:

করোনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top