সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


কুয়েতে করোনা সংক্রমণ বৃদ্ধি, বাড়তি সতর্কতা জারি


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৯

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৪

ছবি-সংগৃহীত

কুয়েতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে৷

দেশটিতে জারি করা নতুন বিধিনিষেধে বলা হয়েছে, রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। সেলুন, বিউটিপার্লার, জিম সেন্টার, খেলাধুলাসহ খোলা স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কুয়েতি নাগরিক ও তাদের আত্মীয়স্বজন, বাসার গৃহপরিচারিকা ছাড়া অন্য দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুয়েতি ও প্রবাসীসহ এক হাজার ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ৬৩১ জন ও মৃত্যু হয়েছে পাঁচজনের।

কুয়েতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩১ জন। মোট মৃতের সংখ্য ৯৮৫ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩ হাজার ৮৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট করা হয় ১০ হাজার ৬৫৯ জনের, আইসিইউতে আছেন ১১৪ জন।


সম্পর্কিত বিষয়:

করোনাভাইরাস

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top